কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেরপুরের বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক-কর্মীরা। ছবি: প্রিয়.কম

শেরপুরে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা

সানী ইসলাম
কন্ট্রিবিউটর, শেরপুর
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৭, ১৩:৫০
আপডেট: ২৯ আগস্ট ২০১৭, ১৩:৫০

 

(প্রিয়.কম) সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে শেরপুরে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার সকালে সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের বন্যার্তদের মাঝে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

সে সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াস উদ্দিন, গণস্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম, মিজানুর রহমানসহ সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

চলতি বছর বন্যায় শেরপুর জেলার তিন উপজেলার ১৪টি ইউনিয়নের ৮০টি গ্রাম প্লাবিত হয়। এর মধ্যে শেরপুর সদরের আটটি ইউনিয়নের ৩৩টি, শ্রীবরদীর দুটি ইউনিয়নের ৩৫টি এবং নকলার চারটি ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়। আর সদর উপজেলার প্রায় ২ হাজার হেক্টর রোপা আমন এবং ১২০ হেক্টর জমির সবজির আবাদ বন্যার পানিতে নিমজ্জিত হয়ে যায়।

শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় জামালপুরসহ অন্যান্য জেলার সাথে শেরপুরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ১৮ আগস্ট শুক্রবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত বন্যার্তদের জন্য তিনটি উপজেলায় ২৫ মেট্রিক টন চাল ও ৪৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রিয় সংবাদ/শিরিন