কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাজমুল হোসেন শান্তর সেলফিতে এইচপি দলের সদস্যরা। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা জানালেন শান্ত

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৫
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৫

(প্রিয়.কম) ইংল্যান্ড সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ হাইপাফরম্যান্স দল (এইচপি)। এই সফরে কাউন্টি ক্রিকেটের দ্বিতীয় সারির দলগুলোর সঙ্গে আটটি ওয়ানডে খেলার কথা থাকলেও বৃষ্টি বাধায় ভেসে গেছে দুটি ম্যাচ। বাকি ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এইচপি দল। দেশে ফিরে বাঁ-হাতি এই ব্যাটসম্যানের কণ্ঠেও থাকল তৃপ্তির ছোঁয়া।

ইংল্যান্ডে ভিন্ন কন্ডিশনে খেলতে হয়েছে এইচপি দলকে। অনেক বেশি ঠান্ডায় অচেনা উইকেটে ভাল খেলতে পেরে খুশি দলের সবাই। অধিনায়ক শান্ত একটু বেশিই খুশি হবেন। চার ম্যাচে দুই সেঞ্চুরিতে করেছেন ৩৯৪ রান। শান্ত বলেন, ‘আমরা সবগুলো ম্যাচই খুব ভালভাবে শেষ করে এসেছি। ইংল্যান্ডে অনেক বেশি ঠান্ডার মধ্যে খেলা অনেক কঠিন ছিল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমরা ভাল খেলেছি। উইকেটে বাউন্স, সুইং সবই ছিল। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করেছি। সবগুলো ইনিংসই উপভোগ করেছি। খেলার সময় উইকেট বা কন্ডিশনের কথা মাথায় না এনে নিজের মতো ব্যাট করেছি।’

অধিনায়ক হিসেবে বিদেশ সফর নিয়ে শুরুতে চিন্তিত থাকলেও খুব দ্রুতই তা কাটিয়ে উঠেছেন শান্ত। ব্যাটিংয়ের মতো অধিনায়কত্বও উপভোগ করেছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান, ‘কীভাবে কী হবে তা নিয়ে একটু ভাবনা ছিল। অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এইচপির হয়ে তিন ম্যাচে অধিনায়কত্ব করেছি। ইংল্যান্ডে সেই অভিজ্ঞতাটা অনেক কাজে দিয়েছে। দায়িত্বটাও উপভোগ করেছি।’

শান্ত ছাড়াও ইংল্যান্ড সফরে আলো ছড়িয়েছেন সাদমান ইসলাম, জাকির হাসানরা। পেসারদের সঙ্গে স্পিনার মেহেদী হাসানের কথাও আলাদা করে বললেন শান্ত, ‘সাদমান, জাকির, আল আমিনরা খুব ভাল ব্যাটিং করেছে। অফ স্পিনার মেহেদী ভাল করেছে দলের পেসারদের সঙ্গে। আমরা দল হিসেবে খুব ভাল ক্রিকেট খেলেছি।’

আগামী দুই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এবারের বিপিএলে শান্তকে দলে টেনেছে খুলনা টাইটান্স। যদিও শান্তর ভাবনায় বিপিএল নেই। জাতীয় লিগ নিয়েই ভাবছেন তিনি। 

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ