কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিব আল হাসান। ছবি: প্রিয়.কম

সাকিবের জোড়া আঘাতে চাপে দক্ষিণ আফ্রিকা

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৭, ১৫:৪১
আপডেট: ১৮ অক্টোবর ২০১৭, ১৫:৪১

(প্রিয়.কম) প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে। কিন্তু সাকিব আল হাসান এক ওভারে দুই উইকেট নিয়ে সেই চ্যালেঞ্জের ধারটা খানিকটা হলেও কমিয়ে দিলেন।

বুধবার বোল্যান্ড পার্কে টসে জিতে আগে ফিল্ডিং করতে নেমে ১৮ তম ওভারের তৃতীয় বলে ওপেনার কুইন্টন ডি কককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। দুই বলের ব্যবধানে অধিনায়ক ফাফ ডু প্লেসিকে বোল্ড করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ব্যাট হাতে সাকিবের বলে আউট হওয়ার আগে ৪৬ রানের ইনিংস খেলেছেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান ডি কক। প্রথম ওয়ানডেতে ডি ককই আরেক ওপেনার হাশিম আমলার সঙ্গে জুটি বেঁধে দলকে ১০ উইকেটের জয় এন দেন।  

২০ ওভার শেষে দুই উইকেটে ৯৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার (৪১) সঙ্গে উইকেটে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স (৫)। 

প্রিয় স্পোর্টস/শান্ত মাহমুদ