কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: প্রিয়.কম

নতুন মাইলফলক স্পর্শ করলেন সাকিব

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৭, ১১:৫৯
আপডেট: ১২ নভেম্বর ২০১৭, ১১:৫৯

(প্রিয়.কম) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শেষে দুইদিন বিরতি দিয়ে শনিবার থেকে আবারও ঢাকা পর্ব শুরু হয়েছে। প্রথম দিনের দ্বিতীয় খেলায় সিলেটের বিপক্ষে মাঠে নামে ঢাকা ডায়নামাইটস। আর এ ম্যাচেই ব্যাট হাতে বিপিএলে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

চলতি আসরের উদ্বোধনী ম্যাচে এক হাজারি রানের ক্লাব হাতছানি দিয়ে ডাকছিল বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিবকে। কিন্তু নিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও সেটা পারেননি সাকিব। তবে, তৃতীয় ম্যাচে সাকিব বিপিএলের এক হাজারি ক্লাবে প্রবেশ করলেন।

প্রথম ম্যাচে ব্যক্তিগত ২৯ রান করলেই বিপিএলের চার অঙ্কের ঘরে পৌঁছাতেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক। আউট হয়েছিলেন ব্যক্তিগত ২৩ রানে। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে এক হাজারি ক্লাবে যেতে ছয় রান দরকার হলেও সাকিব করেছিলেন মাত্র এক রান। পাঁচ রানের আক্ষেপ ছিল তার।

ঢাকা পর্বে মাঠে নামার আগে মাইলফলক থেকে মাত্র পাঁচ রান দূরে ছিলেন সাকিব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে অধিনায়ক নাসির হোসেনের বল পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন স্পিনিং অলরাউন্ডার সাকিব।

বিপিএলের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন সাকিব। এর আগে এ রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম (৪৩ ইনিংসে ১১৯৪), মাহমুদউল্লাহ রিয়াদ (৪৭ ইনিংসে ১১১৯) ও তামিম ইকবাল (৩৩ ইনিংসে ১০২৬)।

তবে হাজার রানের মাইলফলকে সাকিব চতুর্থ হলেও এক জায়গায় সাকিবই সর্বসেরা। বিপিএলে হাজার রান ও ৫০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার তিনি।

প্রিয় স্পোর্টস/আশরাফ