কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিব আল হাসান। ছবি: প্রিয়.কম

টেস্ট থেকে বিরতি প্রসঙ্গে যা বললেন সাকিব

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৭
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৭

(প্রিয়.কম) ক্রিকেটের টানা ধকলটা আর সহ্য করতে পারছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মানসিক ও শারীরিকভাবে একটা বিরতি দরকার তা নিজেও অনুভব করেছেন। সেই ভাবনা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিরতি চেয়ে আবেদন করেন সাকিব। ছয় মাসের ছুটি না পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজ থেকে ছুটি মিলেছে সাকিবের। সাকিবের এই সিদ্ধান্তের পর দেশের ক্রিকেট পাড়ায় দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে ভক্তদের উদ্দেশে একটি পোস্ট দিয়েছেন সাকিব। তার সেই পোস্টের লিখা হুবহু তুলে ধরা হলো প্রিয়.কমের পাঠকদের জন্য।

‘প্রিয় ভক্তরাআপনারা জানেন আমি গত কয়েক বছর ধরে দেশের গৌরবের জন্য বিরতিহীন ক্রিকেট খেলে যাচ্ছি , যার কারণে আমার অনেক শারীরিক ও মানসিক ধকল যাচ্ছে। এই ব্যাপারটি মাথায় রেখে আমি ঠিক করেছিলাম আসন্ন দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের দুটি টেস্টে সাময়িক বিরতি নেওয়ার এবং বিসিবি বিষয়টি তাদের বিজ্ঞ বিবেচনায় নিয়ে আমাকে খেলা থেকে বিরতি নেওয়ার অনুমতি দিয়েছে। আমি মনে করি সাময়িক এই বিরতি আমাকে আগামী খেলাগুলোর জন্য আরো শক্তি ও মনোবল যোগাবে এবং আমাকে ও পুরো দলকে সাহায্য করবে আগামীতে আমাদের সাফল্যের চূড়ায় নিয়ে যেতে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই তাদের সীমাহীন ভালোবাসা ও অনুপ্রেরণার দেওয়ার জন্য।’

নয় বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ দল। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে দুই টেস্টের দলও। স্বেচ্ছায় বিরতি নেওয়ায় এই দুই টেস্টে রাখা হয়নি ৩০ বছর বয়সী সাকিব। এই সফরের জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে ভুলেননি সাকিব। সেই ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আসুন সবাই আমাদের টাইগারদের সাফল্য কামনা করি সামনের দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের জন্য।’

প্রিয় স্পোর্টস/আশরাফ