কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিব আল হাসান। ছবি: এএফপি

আবেদন করা ছুটি মেলেনি সাকিবের

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৪
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৪

(প্রিয়.কম) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন করে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিরতি চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছয় মাসের ছুটি না পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছুটি মিলেছে সাকিবের। সাকিবের জন্য খোলা রয়েছে অন্য রাস্তাও। চাইলে খেলতে পারবেন প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টও। 

টানা ক্রিকেট খেলার ক্লান্তি ঘোচাতে সাকিবের এমন সিদ্ধান্ত। এ কারণে রোববার বিসিবি বরাবর আনুষ্ঠানিক আবেদন করেন তারকা এই অলরাউন্ডার। সেই আবেদনের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তবে মত পাল্টে খেলতে পারবেন প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও। 

এই বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সোমবার মিরপুরে বলেন, 'আমরা অনেক আলাপ-আলোচনা করেছি। আপাতত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টেস্টে ওকে রাখছি না। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে ও যদি খেলতে চায় আমরা তাকে নেব। যদি সে চিন্তাভাবনা বদলায়, সে কারণে একটি বিকল্প উপায় আমরা রেখেছি। তবে সে আপাতত টেস্ট দলের সঙ্গে যাচ্ছে না। ওর যদি ইচ্ছে হয় দ্বিতীয় টেস্টে খেলবে।’

জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে টেস্ট থেকে বিশ্রামের কথা জানান সাকিব। তারপর আনুষ্ঠানিক চিঠি দেন। যদিও সাকিবের চিঠি পাওয়ার আগেই এ নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে কয়েকদফা সভা করেছেন নাজমুল হাসান পাপনসেখানে সিদ্ধান্ত হয়েছেসাকিব শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটাই বিশ্রাম পাবেন

প্রিয় সংবাদ/কামরুল/শান্ত মাহমুদ