কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আইপিএলের নিলামে শীর্ষ ক্রিকেটারদের তালিকায় নেই সাকিব

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ১১:০৩
আপডেট: ২১ জানুয়ারি ২০১৮, ১১:০৩

(প্রিয়.কম) সাত বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে সাকিব আল হাসানকে। আসছে ২৭ ও ২৮ জানুয়ারি নতুন করে নিলাম অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ১১ তম আসরের। দল হারানো সাকিব অবশ্য এবার নিলামে প্রথম পর্যায়ের ক্রিকেটারদের তালিকায়ও জায়গা পাননি। তাকে রাখা হয়েছে মারকিউ-২ এর তালিকায়।

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে সর্বমোট ৫৭৮ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।  এদের মধ্যে ৩৬০ জন ভারতীয় ক্রিকেটার। এ ছাড়া বিদেশি ক্রিকেটার আছেন ২১৮ জন। এর মধ্যে বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন ছয় জন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ছাড়াও রয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, বাঁহাতি ওপেনার তামিম ইকবাল, সাব্বির রহমান, পেসার আবুল হাসান রাজু ও অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ

মারকিউ-১ এ থাকা ক্রিকেটারদের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি রুপি। এই তালিকায় আছে ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, কাইরন পোলার্ড, অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক ও ইংল্যান্ডের বেন স্টোকস।

মারকিউ-২ সেটে যারা আছেন তাদের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি রূপি। এ সেটে বাংলাদেশের অলরাউন্ডার সাকিবের সাথে আছেন ইংল্যান্ডের জো রুট, ভারতের গৌতম গম্ভীর, যুবরাজ সিং, হরভজন সিং, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল

মুস্তাফিজ ছাড়া বাকি বাংলাদেশি ক্রিকেটাররা আছেন ৫০ লক্ষ রুপির ঘরে। সানরাইজার্স হায়দরাবাদে দুই আসর খেলা কাটার মাস্টার মুস্তাফিজের সর্বনিম্ন মূল্যও ধরা হয়েছে এক কোটি রুপি।

ধুমধারাক্কা চার-ছক্কার ক্রিকেট টি-টোয়েন্টির জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলে ব্যাটসম্যানদের মধ্যে আছেন ক্রিস গেইল, ট্রাভিস হেড, অ্যালেক্স হেলস, এভিন লুইস, শন মার্শ, লেন্ডল সিমন্স, টম ল্যাথাম, কলিন মুনরো, রস টেলরের মতো ব্যাটসম্যানরা।

অলরাউন্ডারের তালিকায় সাকিবের সাথে আছেন থিসারা পেরেরা, জেমস ফকনার, বেন স্টোকস, কার্লোস ব্র্যাথয়েট, মইন আলি, রবি বোপারা, ডোয়াইন স্মিথের মতো এক ঝাঁক তারকা। এ ছাড়া বল আটকাতে গ্লাভস হাতে তৈরি আছেন লুক রনকি, দীনেশ রামদিন, কুইন্টন ডি কক, জস বাটলার, জনি বেয়ারস্টোসহ আরও অনেকে।

বল হাতে ঝড় তুলতে তৈরি আছেন ডেল স্টেইন, মরনে মরকেল, লাসিথ মালিঙ্গা, কাগিসো রাবাদা, মিশেল জনসন, প্যাট কামিন্সের মতো বিধ্বংসী ফাস্ট বোলাররা। স্পিনারদের মধ্যে অশ্বিনের সাথে রয়েছেন তাবরাইজ শামসি, আদিল রশিদ, মিশেল সান্টনার, মুজিব জাদরান, নাথান লিয়ন, অ্যাডাম জাম্পা, ইশ সোধি, ইমরান তাহির, কুলদীপ যাদব, রাশিদ খান ও স্যামুয়েল বাদ্রীরা।

প্রিয় স্পোর্টস/আরএ