কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিব আল হাসানের কাঁধে চড়ে উল্লাস করছেন সাব্বির রহমান। ছবি: প্রিয়.কম

ধরা ছোঁয়ার বাইরে সাকিব

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৭, ১৬:০৭
আপডেট: ৩১ আগস্ট ২০১৭, ১৬:০৭

(প্রিয়.কম) ব্যাট হাতে যেমন রান পেয়েছেন, তেমনি বল হাতেও পেয়েছেন উইকেটের দেখা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে সাকিব আল হাসানের অলরাউন্ডার নৈপুণ্যে বাংলাদেশও পেয়েছে ২০ রানের দুর্দান্ত জয়। ব্যাটে-বলে পারফরম্যান্সের ফলটাও সাকিব পেয়েছেন হাতে নাতে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার সব বিভাগেই ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে পৌঁছেছেন বিশ্বসেরা এই অলরাইন্ডার।

ঢাকা টেস্ট শেষ হওয়ার পরদিনই টেস্ট র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। আগে থেকেই টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। নতুন র‍্যাংকিংয়ে রেটিং পয়েন্ট দিয়েও নিজেকে ছাড়িয়ে গেছেন তিনি। ঢাকা টেস্টের আগে বিশ্বসেরা এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ছিলো ৪৩১। বর্তমানে সাকিবের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৪৮৯।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে থাকা রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৪৩০। সাকিব এবং জাদেজার রেটিং পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৫৯। মিরপুর টেস্টের আগের মাত্র এক রেটিং পয়েন্টে এগিয়ে ছিলেন সাকিব। ঢাকা টেস্ট দিয়ে সেটাকে ৫৯ এ নিয়ে গেছেন বাংলাদেশ অলরাউন্ডার। ৪২২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানটি নিজের দখলে রেখেছেন রবীচন্দন অশ্বিন।

অজিদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছেন সাকিব। দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে করেছেন ৮৯ রান। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে একটি টেস্টেই ৫৮ রেটিং পয়েন্ট অর্জন করছেন তিনি। এর আগে সাকিবের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ছিলো ৪৪৩।

শুধু অলরাউন্ডার র‍্যাংকিং নয়, ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই অভূতপূর্ব উন্নতি হয়েছে সাকিবের। টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। ১৭তম স্থান থেকে তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪তম স্থানে। বোলিংয়ে এটা সাকিবের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭০৫। এছাড়া ব্যাটসম্যানদের তালিকায় ১৭তম স্থানে রয়েছেন তিনি।

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ