কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

১১১ বছর পর সাকিব-মিরাজ

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৭, ১৭:০৩
আপডেট: ২৭ অক্টোবর ২০১৭, ১৭:০৩

(প্রিয়.কম) দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এদিন ব্লুমফন্টেইনের ম্যাংগাউং ওভালে টস হেরে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের হাত ধরে। প্রথম ওভারে বল করতে আসেন বাঁহাতি এই স্পিনার। দ্বিতীয় ওভারেই সাকিব বল তুলে দেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজের হাতে। তাতেই ১১১ বছরের পুরনো রেকর্ড ভাঙেন এই দুই স্পিনার।

দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও আন্তর্জাতিক ম্যাচে দুই প্রান্ত থেকে দুই স্পিনারের বোলিং শুরু করার ঘটনা বেশ বিরল। বৃহস্পতিবার ব্লুমফন্টেইনে সেই বিরল কাজটাই করেছেন সাকিব-মিরাজ। দীর্ঘ ১১১ বছর পর এমন ঘটনার সাক্ষী হল ম্যাংগাউং ওভাল। সর্বশেষ ১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকায় এমন ঘটনা ঘটেছিল।

সেবার জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষে বোলিং শুরু করেছিলেন দুই প্রোটিয়া স্পিনার রেগি শোয়ার্জ ও অব্রে ফকনার। ইংলিশদের বিপক্ষে ওই টেস্ট ম্যাচে ২৮৪ রানের লক্ষ্য তাড়া করে শেষ পর্যন্ত এক উইকেটে জয় পেয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু ১১১ বছরের রেকর্ড ভাঙার ম্যাচে জয়ের দেখা পায়নি সাকিব আল হাসানের দল। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

প্রোটিয়াদের বিপক্ষে ২০ রানে হারলেও ব্যাট হাতে লড়াই করেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার করা ১৯৫ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৭৫ রানে। বাংলাদেশের পক্ষে এদিন ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার সৌম্য সরকার।

প্রিয় স্পোর্টস/কামরুল