কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেরা সচ্চা সৌদার সদর দফতর। ফাইল ছবি

এবার মিলল ডেরা থেকে নারী হোস্টেল পর্যন্ত গোপন সুড়ঙ্গের খোঁজ

সজিব ঘোষ
সহ-সম্পাদক, নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৪
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৪

(প্রিয়.কম) বাবা রাম রহিমের ব্যক্তিগত আবাস থেকে সুড়ঙ্গটা চলে গিয়েছে সোজা নারী হোস্টেলের দিকে। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। এই গোপন পথের সন্ধান মিলল সিরসার ডেরায়। এটা ছাড়াও, আর একটা সুড়ঙ্গের হদিশ পেয়েছে পুলিশ।

হরিয়ানা সরকারের মুখপাত্র সতীশ মিশ্র বলেন, ‘আমরা জানলার মতো চৌকোনা একটা সুরঙ্গপথ পেয়েছি যেটা ডেরা আবাস থেকে নারী হোস্টেল পর্যন্ত গিয়েছে।’

দ্বিতীয় সুড়ঙ্গটা ডেরার ভিতর থেকে শুরু হয়ে পাঁচ কিলোমিটার বাইরে গিয়ে শেষ হয়েছে। এটা পুরোটাই মাটির। সম্ভবত দরকারে পালানোর পথ হিসেবেই এটা তৈরি রাখা হয়েছিল, মনে করছে পুলিশ।

৯ সেপ্টেম্বর শনিবার ছিল সিরসার ডেরা সচ্চা সৌদার সদর দফতরে পুলিশি তল্লাশির দ্বিতীয় দিন। এ দিনের তল্লাশিতে আস্ত একটি বিস্ফোরক কারখানার খোঁজ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৮০ কার্টুনের বেশি বিস্ফোরক।

ধর্ষণ কাণ্ডে ‘রকস্টার বাবা’ গুরমিত রাম রহিম সিংহ জেলে যাওয়ার পর থেকেই সিরসায় ডেরার সদর দফতরে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছিল পুলিশ।

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে ৭০০ একরের ডেরা চত্বরে তল্লাশি ৮ সেপ্টেম্বর শুক্রবার থেকেই শুরু হয়েছে। তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং সরকারি নানা বিভাগের ১০টি দল। রয়েছে ৪১ কোম্পানি আধাসামরিক বাহিনী, ফরেন্সিক দলও। পুরো বিষয়টি ভিডিও করে রাখতে লাগানো হয়েছে ৬০টিরও বেশি ক্যামেরা।

নিরাপত্তার খাতিরে এ দিনও তল্লাশির সময়ে জেলায় মোতায়েন রয়েছেন পর্যাপ্ত সংখ্যক পুলিশ। শুক্রবারের মতো এ দিনও ডেরা সদর দফতরের বাইরে রয়েছে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড, দমকল ও অ্যাম্বুল্যান্স।

প্রিয় সংবাদ/সজিব