কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি : প্রিয়.কম

সেই সাইফউদ্দিনই হলেন ‘প্রথম’ ম্যাচসেরা

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৭, ২০:৪০
আপডেট: ০৭ নভেম্বর ২০১৭, ২০:৪০

(প্রিয়.কম) এইতো কিছুদিন আগের কথা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এক ওভারে ডেভিড মিলারের কাছে গুনে গুনে পাঁচটি ছয় হজম করেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেই সাইফউদ্দিনই আলো ছড়ালেন সিলেটে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে। ০৭ নভেম্বর মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে বল হাতে করলেন দারুণ পারফরম্যান্স।

আগের সবকয়টি ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বিদেশি ক্রিকেটাররা। দলকে জিতিয়ে হাতে ওঠালেন এবারের বিপিএলে প্রথম দেশি ক্রিকেটার হিসেবে ম্যাচসেরার পুরস্কার। সংবাদ সম্মেলনেও তাই উপস্থিত হলেন তিনিই। পঞ্চম বিপিএলে প্রথম জয়ের দেখা পেল কুমিল্লা, নায়ক সাইফউদ্দিন।

তরুণ এই অলরাউন্ডার জানালেন নিজের অনুভূতি, ‘এটা টুর্নামেন্টে আমাদের প্রথম জয়। ভালো লাগছে। বিশেষ করে, জয়ের পেছনে আমার অবদান ছিল। এ জন্য ভালো লাগাটা অনেক বেশি। প্রথম ম্যাচ হারার পর কন চাপ ছিল না। আমরা কেবল ভাল খেলতে চেয়েছি। আশা করি এই ধারাটা সামনে ধরে রাখতে পারব।’

১২ ওভারে ১০০ পেরোনো চিটাগংকে কুমিল্লা আটকে ফেলে ১৪৩ রানে। এখানে বড় ভূমিকা আছে সাইফউদ্দিনের। চার ওভার বল করে ২৪ রানের খরচায় তিন উইকেট নেন তিনি।  গুরুত্বপূর্ণ সময়ে উইকেটে সেট হয়ে যাওয়া ওপেনার সৌম্য সরকারকে বোল্ড করেই রানের চাকা আটকে ধরেন ডানহাতি এই পেসার। সৌম্যর পর সাজঘরে ফিরিয়েছেন চিটাগংয়ের আরও দুই ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও সোহরা ওয়ার্দী শুভকে।

জানালেন সৌম্যকে আটকাতে কী পরিকল্পনা ছিল তার। ‘উনি ওয়েল সেট ছিলেন। বেশ কিছু বাউন্ডারি মেরেছেন। তখন তার উইকেট পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিলো। আমি চেষ্টা করেছি, তাকে ডট খেলানোর জন্য। পরে আমি সাকসেস হয়েছি।’ 

ইনজুরির কারণে দলে নেই আইকন ক্রিকেটার ও অধিনায়ক তামিম ইকবাল। তার পরিবর্তে কুমিল্লার অধিনায়কত্ব করছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। নবীর অধিনায়কত্ব বেশ উপভোগ করছেন সাইফউদ্দিন, ‘মাঠ ও মাঠের বাইরে উনি অনেক বন্ধুত্বপূর্ণ। গত ম্যাচের মতো আজও অধিনায়ক হিসেবে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। প্রতিটি বলের আগে তার সঙ্গে কথা বলেছি। সব মিলিয়ে সে খুব ভালো একজন মানুষ।’

প্রিয় স্পোর্টস/কামরুল