কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উগান্ডায় খেলতে গিয়ে আটকে পড়া পাকিস্তানি ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

উগান্ডায় খেলতে গিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের মাথায় হাত!

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৩
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৩

(প্রিয়.কম) উগান্ডার নাম হয়তো অনেকেই কমবেশি শুনে থাকবেন। কিন্তু আফ্রিকার এই দেশটি যে ক্রিকেট খেলে সেটা অনেকেরই অজানা। সেই উগান্ডায় টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়েছিলেন সাঈদ আজমল, ইয়াসির হামিদসহ পাকিস্তানের ২০ ক্রিকেটার। কিন্তু মাঠে নামা তো দূরের কথা, উল্টো দেশে ফেরাই মুশকিল হয়ে পড়ে সাঈদ আজমল, ইয়াসির হামিদদের মতো এক সময়ের তারকা ক্রিকেটারদের জন্য।

উগান্ডা টি-টোয়েন্টি লিগ খেলতে দেশটির রাজধানী কাম্পালা বিমানবন্দরে নেমে আজমল-হামিদরা জানতে পারেন সেখানে তাদের খেলা হচ্ছে না। আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে লিগই বাতিল করে দিয়েছে আয়োজকরা। এমনকি তাদের টাকা পয়সাও দেওয়া হবে না। তবুও দুদিন সেখানে কাটানোর পর নিজেদের পাওনার ৫০ শতাংশ পারিশ্রমিক দাবি করেন পকিস্তানি ক্রিকেটাররা।

কিন্তু আয়োজকদের পক্ষ থেকে যা জানানো হয়েছে তাতে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এক পাকিস্তানি ক্রিকেটার দেশটির প্রধান বার্তাসংস্থা পিটিআইকে বলেন, 'আমরা পাওনার অর্ধেক পারিশ্রমিক চেয়েছিলাম। কিন্তু তখনই আমাদেরকে জানানো হয়েছে টাকা পাওয়া যাবে না। কারণ, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান টুর্নামেন্ট বাতিল করে দিয়েছে।'

এমন অবস্থায় টাকা না নিয়েই দেশে ফিরতে চেয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু সেখানেও বিপত্তি! দেশে ফেরার টিকেট পর্যন্ত বাতিল করা হয় জানিয়ে ওই ক্রিকেটার বলেন, 'আমরা দেশে ফিরতে চাইলাম। তখন আমাদের জানানো হয়েছে, আমাদের ফেরার টিকেট বাতিল করা হয়েছে। ট্রাভেল এজেন্সিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপর আমাদেরকে হোটেলে চলে যেতে বলা হয়।'

শেষ পর্যন্ত উগান্ডায় পাকিস্তানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন ক্রিকেটাররা। জানা গেছে, দূতাবাসের তৎপরতায় ২০ ক্রিকেটারদের দেশে ফেরার সবকিছু ঠিক হয়েছে। তবে নিজেদের টাকায় ফিরতে হবে তাদের। এদিকে নিজ দেশের ক্রিকেটারদের এভাবে হয়রানির মুখে ফেলায় বেজায় খেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উগান্ডার ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নালিশ করার হুমকিও দিয়েছে পিসিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, উগান্ডায় পাকিস্তানের ক্রিকেটাররা নিরাপদে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করে সাঈদ আজমল নিজেও জানিয়েছেন তারা নিরাপদে আছেন। তবে এমন অভিজ্ঞতায় ক্ষুব্ধ সাবেক এই পাকিস্তানি অফ স্পিনার, 'আশা করছি, শনিবার দেশে ফিরতে পারব। কিন্তু এটা আমাদের জন্য একটা বাজে অভিজ্ঞতা হয়ে থাকল। আমাদের টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে উল্টো নিজেদের অর্থে দেশে ফিরতে হচ্ছে।'

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ