কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাব্বির রহমান। ছবি: এএফপি

সাকিবের পথেই হাঁটলেন সাব্বির

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৭, ১৭:৩৪
আপডেট: ১২ অক্টোবর ২০১৭, ১৭:৩৪

(প্রিয়.কম) প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশকে প্রায় পেয়ে বসেছে টেস্ট সিরিজের ব্যর্থতা। বৃহস্পতিবার ব্লুমফন্টেইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাশরাফি বিন মুর্তজার দল। ১২০ রান তুলতে পাঁচ উইকেট হারায় তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন সাকিব আল হাসান এবং সাব্বির রহমান। ষষ্ঠ উইকেটে দু'জন মিলে গড়েন ৭৬ রানের জুটি।

এই জুটি গড়ার পথে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বিশ্বেসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যক্তিগত ৬৮ রান করে সাকিব ফিরে যাওয়ার পরই হাফ সেঞ্চুরির দেখা পান সাব্বির রহমান। কিন্তু হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি তিনি। ৫২ রানে হেনরিক ক্লাসেনের ক্যাচে পরিণত করে সাব্বিরকে সাজঘরে পাঠান বুডাজা।

এর আগে ৫১ বলে দুই চার ও তিন ছয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাব্বির। সাব্বিরের আগে ৫৪ বলে ছয় চারে হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব। ৬৮ রানে সাকিবকে ফেরান অ্যারন ফাঙ্গিসো। হাফ সেঞ্চুরি পূর্ণ করে সাকিবের পথেই হেঁটেছেন সাব্বির। বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি নাসির হোসেন। ১২ রান করা নাসির বাডুজার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। 

৪৪.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ আট উইকেটে ২৩৩ রান। মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ও মাশরাফি বিন মুর্তজা ৬ রানে ব্যাট করছেন।  

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ