কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্রাফিক্স: সেলিম আল দ্বীন। পেইন্টিং: সংগৃহীত।

সাব্বির নাইমের কবিতা 'বোকাপাখি'

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৭, ০৯:৫৩
আপডেট: ০৩ নভেম্বর ২০১৭, ০৯:৫৩

(প্রিয়.কম) প্রিয়.কম এর বিশেষ আয়োজন ‘শুক্রবারের কবিতায়’ আজ পাঠকদের জন্য থাকছে তরুণ কবি সাব্বির নাইমের কবিতা 'বোকাপাখি'। 

বোকাপাখি

খুব অকারণ খুঁজছি তোর মন খারাপের কারন

পথের বাঁকে দিচ্ছি আমি বিনে সুতোর বারণ?

আলতো করে রাখিস তোর নরম দুটি চরণ

গুনছি কেবল প্রহর, হোক একটি গাছের মরণ।

আকাশ সমান ঘৃণা বাড়ছে কেবল বুকে

শরীর কাটছি রাতদিন নিজের গন্ধ শুকে

তবু তোরই হোক জয়, তোর বিধাতাই বাঁচুক অসীম সুখে

যাচ্ছে পুড়ে যাকনা আমার ঘর, তুই হারাবার দুখে!

তোর একলা বোকা পাখি খুঁজে পাক ফেরার মতো ঘর

আমি একলাটি পথ হাঁটি আমার ভীষণ জ্বর।

পাখি উড়ছে উড়ে যাকনা তবু থামাসনে তোর স্বর

তুই পাখিটির ঘর বুঝবে পাখি আসলে এবার ঝড়!

একলা আকাশ একলা আমি থাকবো ঘাসে মিশে

 তুই-পাখিটার সব ভালো হোক সকল হিসেব শেষে।

প্রিয় সাহিত্য/সিফাত বিনতে ওয়াহিদ