কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রংপুরের জার্সিতে রুবেল হোসেন। ছবি: প্রিয়.কম

মালিঙ্গার কাছে ডেথ ওভারের টোটকা নিচ্ছেন রুবেল

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৭, ১৬:০৬
আপডেট: ২৩ নভেম্বর ২০১৭, ১৬:০৬

(প্রিয়.কম) শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার বোলিং স্টাইলের সঙ্গে মিল পাওয়া যায় রুবেল হোসেনের। বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মালিঙ্গাকে পেয়েছেন নিজের দল রংপুর রাইডার্সে। তাই যতটা পারছেন তার কাছ থেকে শেখার চেষ্টা করছেন বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চার উইকেট নেওয়া রুবেল।

বৃহস্পতিবার (২৩ নভেস্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, ‘মালিঙ্গার বোলিং সম্পর্কে সারা বিশ্বের মানুষই জানে। ও ডেথ ওভারে যেভাবে বোলিং করে আমি সেটা শেখার চেষ্টা করছি। শেষ দিকে কীভাবে এত ভালো ইয়র্কার মারে সেটা জেনেছি, অনুশীলনে শেখার চেষ্টাও করছি। ও গ্রিপটাও ভিন্নভাবে করে। আমি ওইটা নিয়ে কাজ করছি। এখনই সেটা চেষ্টা করছি না। আরও কদিন পর করব।’

মালিঙ্গার কাছ থেকে শিখতে গিয়ে তার বোলিং রহস্যই যেন প্রকাশ করে দিলেন রুবেল। জানালেন, বল করার সময় কেন ব্যতিক্রম মালিঙ্গা। তিনি বলেন, ‘ও একটা আঙ্গুল ব্যবহারই করে না। নেটে আমি দুয়েকবার ট্রাই করেছি। কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে। তবে এটা আমি রপ্ত করতে পারব।’

সবকিছু ঠিক থাকলে রংপুর রাইডার্সের হয়ে শুক্রবার চট্টগ্রাম পর্বে চিটাগং খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবেন রুবেল-মালিঙ্গা। শ্রীলঙ্কান ফাস্ট বোলারের কাছ থেকে কতটা শিখছেন সেটাও প্রমাণ করতে পারবেন ২২ গজে।  

প্রিয় স্পোর্টস/আশরাফ