কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছাদ থেকে চুঁইয়ে পড়া বৃষ্টির পানির হাত থেকে বাঁচতে ছাতা মাথায় দিয়ে অফিসে কাজ করছেন এক কর্মী। ছবি: সংগৃহীত

ছাদ চুঁইয়ে পড়ছে পানি, ছাতা মাথায় অফিসে কাজ করছে কর্মী

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৭, ১০:১৬
আপডেট: ২২ অক্টোবর ২০১৭, ১০:১৬

(প্রিয়.কম) ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতির অফিসের জরাজীর্ণ ছাদ থেকে চুঁইয়ে পড়া বৃষ্টির পানির কারণে অফিসের ভিতরে ছাতা মাথায় দিয়েই কাজ করেন কর্মীরা। 

এদিকে ছাদ ভেঙে পড়ার ভয়ে অফিসের ভিতর পাতাই লোহা দিয়ে মুরিয়ে রাখা হয়েছে। পাশপাশি প্রয়োজনীয় সব ফাইলপত্র প্লাস্টিক দিয়ে মুরিয়ে রাখা হয়। এ ভাবেই কাজ চলে ওই অফিসে। 

এক কর্মী জানান, যে কোনও সময় ছাদের পলেস্তরা খসে পড়তে পারে। তাই একটি কক্ষে জিনিসপত্র রাখা হয়েছে। অন্য কক্ষটিতে কাজ হয়, তবে ছাদ আটকাতে লোহার খাঁচা লাগাতে হয়েছে।  

এছাড়া এ অফিসের ভিতরে টেবিলের পাশে, আলমারির পাশেসহ বিভিন্ন জায়গায় পানি ধরতে বালতি পেতে রাখেন কর্মীরা। তাতেও রক্ষা নেই। এক কর্মীর ভাষায়, ‘পুরো কক্ষ জুড়েই তো পানি পড়ে। কত জায়গায় বালতি রাখব? নিম্নচাপ হলে অফিস পানিতে থইথই করে। এছাড়া বৃষ্টির পানি বাইরে বের করতে সরু নালাও কাটাতে হয়েছে তাদের।’

জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক উৎপল পাল জানান, তাদের নতুন অফিস তৈরির কাজ চলছে। সেখানে অফিস স্থানান্তর করার পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে।  

প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনিক ভবনের বিপরীত পাশে চার তলা বাড়ির নির্মাণ কাজ বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে। তবে পূর্ত দফতরের বিদ্যুৎ বিভাগের কিছু কাজ বাকি রয়েছে।

এদিকে জেলা প্রশাসক অলকেশপ্রসাদ রায় আশ্বাস দিয়েছেন, শীঘ্রই ওই দফতরের নতুন ভবনে স্থানান্তরিত করা হবে।

প্রিয় সংবাদ/শিরিন