কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লুক রনচি। ছবি: প্রিয়.কম

আক্রমণাত্মক ব্যাটিংই রনচির শেষ কথা

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৭, ১৬:৪৩
আপডেট: ১০ নভেম্বর ২০১৭, ১৬:৪৩

(প্রিয়.কম) শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব। সিলেট পর্বে দেখা গেছে বেশ কিছু বিস্ফোরক ইনিংস। কোনও ব্যাটসম্যান সেঞ্চুরি না পেলেও হাফ সেঞ্চুরি হয়েছে নয়টি। এই নয়টির মধ্যে সবচেয়ে আগ্রাসী হাফ সেঞ্চুরিটি এসেছে চিটাগং ভাইকিংসের লুক রনচির ব্যাট থেকে। নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান রংপুর রাইডার্সের বিপক্ষে হাঁকিয়েছেন বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি (১৯ বলে)। ঢাকায় পা রেখে জানালেন, এমন আক্রমণাত্মক ব্যাটিংই তার শেষ কথা।  

আগামী রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগং। এই ম্যাচ নিয়ে রনচি জানালেন তার ভাবনা। বলেন, ‘টি-টোয়েন্টিতে সবকিছু দেখেশুনে খেলার সময় আপনি পাবেন না। আমার কাজটাই হচ্ছে শুরু থেকে আক্রমণাত্মক খেলা। বাংলাদেশের উইকেটে ঘাসের ছোঁয়া থাকবে না, যা পেসারদের সাহায্য করবে। আমার কাজ মাঠে যাওয়া, ইতিবাচক থেকে নিজের শটস খেলা এবং দলকে একটা উড়ন্ত সূচনা এনে দেওয়া।’

রংপুরের বিপক্ষে সাত চার ও সাত ছয়ের মারে ৩৫ বলে ৭৮ রান করেছিলেন রনচি। দুই ম্যাচে এক হাফ সেঞ্চুরিতে ডানহাতি এই ব্ল্যাকক্যাপ ব্যাটসম্যানের সংগ্রহ ১১৮ রান। যা এখন চলতি বিপিএলে তৃতীয় সর্বোচ্চ। মারকুটে সেই ইনিংস নিয়ে চিটাগংয়ের এই ব্যাটসম্যান বলেন, ‘আমার মতে নতুন বলে ব্যাটিংয়ের সেরা সময় ছিল সেই ম্যাচটা। যা করার ম্যাচের শুরুতেই আপনাকে করতে হবে। সিলেটের উইকেটও ব্যাটিং সহায়ক ছিল। নতুন বলকে ঠিকমতো ব্যবহার করতে পারলেই রান আসবে।’

পয়েন্ট টেবিলের শীর্ষ দল সিলেট সিক্সার্সের মতো বড় কোনও তারকা ক্রিকেটার নেই চিটাগং ভাইকিংসেও। তবে তা নিয়ে চিন্তিত নন রনচি, ‘সব দলেই পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলেন। আমরা একটা ম্যাচ জিতেছি একটা হেরেছি। আরও লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। কারণ এটা ক্রিকেট, যেকোনও কিছু হতে পারে।’

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ