কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কক্সবাজারের মানচিত্র

উখিয়ায় বন্য হাতির হামলায় রোহিঙ্গা নিহত

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৮, ১৫:২৭
আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮, ১৫:২৭

(প্রিয়.কম) কক্সবাজারেউখিয়া উপজেলায় বন্য হাতির হামলায় এক রোহিঙ্গা পুরুষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তান আহত হয়েছেন।

১৯ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ে ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইয়াকুব (৪৫)। আর আহত হয়েছেন তার স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও তাদের এক ছেলেসন্তান।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, সকালে ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি বন্যহাতি হামলা করে। সে সময় ঘুমন্ত অবস্থায় হাতির পায়ে পিষ্ট হয়ে ইয়াকুবের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তান আহত হন।

নিহতের মরদেহ স্বজনদের কাছে রয়েছে বলেও জানান এএসপি।

এর আগেও বিভিন্ন সময় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির হামলায় চারজনের মৃত্যু হয়েছিল।

প্রিয় সংবাদ/শিরিন