কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের একাংশ। ছবি: প্রিয়.কম

এখনো রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার পরিস্থিতি সৃষ্টি হয়নি: ইউএনএইচসিআর

শেখ নোমান
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৭, ১৮:৪৪
আপডেট: ২৪ নভেম্বর ২০১৭, ১৮:৪৪

(প্রিয়.কম) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। ২৪ নভেম্বর শুক্রবার জেনেভায় ইউএনএইচসিআরের মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ড এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।  

এডওয়ার্ড জানান, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত সম্মতিপত্রে কী আছে, তা এখনো জানা যায়নি। 

তিনি বলেন, ‘রোহিঙ্গারা যেন নিরাপদে এবং স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে পারে সে বিষয় নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মান বজায় রেখে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ।’ 

গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী নতুন করে অভিযান শুরু করলে এ পর্যন্ত ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। 

উল্লেখ্য, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে গতকাল ২৩ নভেম্বর বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সম্মতিপত্র স্বাক্ষরিত হয়। 

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তিন সপ্তাহের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করে দুই মাসের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর লক্ষ্য ঠিক করা হয়েছে সম্মতিপত্রে। 

প্রিয় সংবাদ/কামরুল