কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাধবপুরে রোহিঙ্গা যুবক অাটক। ছবি: সংগৃহীত

ট্রেনে চড়ে মাধবপুরে রোহিঙ্গা যুবক, অতঃপর ক্যাম্পে ফেরত

এম সজলু
কন্ট্রিবিউটর, হবিগঞ্জ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:০২
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:০২

(প্রিয়.কম) হবিগঞ্জের মাধবপুরের শাহজিবাজার স্টেশন থেকে সাইফুল ইসলাম (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসে করে মাধবপুরে আসেন তিনি।

১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ওই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠিয়েছেন মাধবপুর থানা পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসে করে মাধবপুরের শাহজিবাজার স্টেশন আসেন এক অজ্ঞাত যুবক।

ওই যুবকের চলাফেরা সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে সে রোহিঙ্গা পরিচয় দিলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ সাইফুল নামের ওই রোহিঙ্গা যুবককে আটক করে। সে মিয়ানমারের আরাকান রাজ্যের থিংগাও থানার হাটিয়া গ্রামের সাহেব আলীর ছেলে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় সাইফুল নামের ওই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

প্রিয় সংবাদ/শিরিন