কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রবি'র প্রধান কার্যালয় । সংগৃহীত ছবি

তৃতীয় প্রান্তিকে রবি’র ক্ষতি প্রায় ৪৭ কোটি টাকা

প্রিয় টেক
লেখক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৭, ১৮:২৯
আপডেট: ২৩ নভেম্বর ২০১৭, ১৮:২৯

(প্রিয়.কম) চলতি বছরের তৃতীয় প্রান্তিকে নেটওয়ার্ক উন্নয়নের ওপর জোর দিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি রবি। এ সময় ৩৪০ কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে রবি’র রাজস্ব বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ। তবে এ প্রান্তিকের শেষে নেটওয়ার্ক উন্নয়নে ব্যয়ের ফলে রবি’র মোট ক্ষতির পরিমাণ ৪৬ কোটি ৯০ লাখ টাকা।

সম্প্রতি প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, ২০১৭ সালের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) পর্যন্ত রবি’র মোট গ্রাহকের সংখ্যা ৪ কোটি ১২ লাখে দাঁড়িয়েছে। এ প্রান্তিকে মোট রাজস্বের পরিমাণ ১ হাজার ৭৫০ কোটি টাকা। ডেটা খাতে রাজস্ব বৃদ্ধির ফলে গত প্রান্তিক থেকে এ প্রান্তিকে রাজস্ব ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া পরিচালন মুনাফার (ইবিআইটিডিএ) পরিমাণ ৩ দশমিক ৯ বিলিয়ন। মানসম্মত নেটওয়ার্ক নিশ্চিত করতে ক্রমাগত বিনিয়োগের ফলে মোট ক্ষতির পরিমাণ ৪৬ কোটি ৯০ লাখ টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশব্যাপী ২.৫ জি ও ৩.৫জি নেটওয়ার্ক বিস্তারে মূলধনী ব্যয়ের পরিমাণ ৩৪০ কোটি টাকা এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা ৬৭০ কোটি টাকা যা মোট রাজস্বের ৩৮ দশমিক ২ শতাংশ।

এদিকে ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যোগ হওয়া ১৬ লাখ নতুন গ্রাহক নিয়ে বর্তমানে রবি’র মোট গ্রাহক সংখ্যা ৪ কোটি ১২ লাখ যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহকের ২৯ দশমিক ৩ ভাগ। ডেটা খাতে রাজস্ব ১৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় গত প্রান্তিক থেকে এ প্রান্তিকে রাজস্ব ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। রবি ও এয়ারটেল একীভূতকরণের ফলে গত বছরের একই প্রান্তিকের তুলনায় এ প্রান্তিকে সার্বিক রাজস্ব বৃদ্ধির পরিমাণ ২৬ দশমিক ১ শতাংশ, ভয়েস সেবায় রাজস্ব বৃদ্ধির পরিমাণ ৩১ দশমিক ৭ শতাংশ এবং ডেটা খাতে রাজস্ব বৃদ্ধির পরিমাণ ৭৯ দশমিক ৭ শতাংশ। নেটওয়ার্ক উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ এবং ৩.৫জি ডেটা সেবায় গ্রাহক-বান্ধব ও উদ্ভাবনী অফার প্রদান করায় ডেটা খাতে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। 

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পরিচালন মুনাফার মার্জিন (ইবিআইটিডিএ মার্জিন) ২২ দশমিক ২ শতাংশ। একীভূকরণে ব্যয় ও নেটওয়ার্ক উন্নয়নে বিনিয়োগের ফলে এ বছরের তৃতীয় প্রান্তিকে রবি’র মোট ক্ষতির পরিমাণ ৪৬ কোটি ৯০ লাখ টাকা এবং এ বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত মোট ক্ষতির পরিমাণ ১৫০ কোটি টাকা।   

প্রিয় টেক/মিজান