কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

রিজার্ভ চুরিতে ‘রাষ্ট্রীয় মদদের’ কথা জানালো এফবিআই

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৭, ১২:১৬
আপডেট: ২৯ মার্চ ২০১৭, ১২:১৬

ফাইল ছবি

(প্রিয়.কম) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ‘রাষ্ট্রীয় মদদ’ রয়েছে বলে দাবি করেছেন এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা এক এফবিআই কর্মকর্তা। ফিলিপাইনের মার্কিন দূতাবাসের আইন বিষয়ক কর্মকর্তা ল্যামন্ট সিলার জানিয়েছেন এই ঘটনার হোতাদের নাম প্রকাশের কাছাকাছি রয়েছেন তারা।

গত বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনা তদন্ত করছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। ওই একাউন্টে থাকা ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় গত সপ্তাহে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার আশঙ্কার কথা জানিয়েছিলেন মার্কিন গোয়েন্দারা। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিলেও তারা উত্তর কোরিয়াকে দায়ী করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সাইবার চুরির এ ঘটনার পর আন্তর্জাতিক তদন্তের নেতৃত্ব দেয় এফবিআই। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে হ্যাকাররা সুইফট নেটওয়ার্ক কোড ব্যবহার করে নিউ ইয়র্ক ফেড থেকে রিজার্ভের এক বিলিয়ন মার্কিন ডলার অর্থ স্থানান্তর করে নেয়।

বাংলাদেশের এই ঘটনার জের ধরে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন গভর্নর আতিউর রহমান।

প্রিয় সংবাদ/জন/কামরুল