কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

চুরি যাওয়া রিজার্ভ ফেরত আনতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৫
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

(প্রিয়.কম) বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে করণীয় বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, এক বছর তো হয়ে গেল। আমরা এখনও টাকা পেলাম না। এটা নিয়ে আমরা নিজেরা আলোচনা করছি। বাকি টাকা কীভাবে আনা যায় তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের অভিমত চাওয়া হয়েছে। কী করব, সেটা নিয়ে আমরা নিজেরা আলোচনা করতে চাই। আমাদের মধ্যে আলোচনা চলছে। 

উল্লেখ্য, গত বছরের ৪ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর ২ কোটি ডলার শ্রীলঙ্কায় চলে যায় যা পরে উদ্ধার করা হয়েছে। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে রিজল ব্যাংকের মাধ্যমে ক্যাসিনোর জুয়ার টেবিলে চলে যায়। পরবর্তীতে ফিলিপাইনের এক ক্যাসিনো মালিকের ফেরত দেওয়া দেড় কোটি ডলার বাংলাদেশ ইতোমধ্যে বুঝে পেয়েছে। বাকি প্রায় সাড়ে ৬ কোটি ডলার ফেরত পাওয়ার বিষয়ে কোন অগ্রগতি হয়নি। কারা কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তার রহস্যও উদঘাটন করা সম্ভব হয়নি।

প্রিয় সংবাদ/মেহেদী/কামরুল