কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা। ফাইল ছবি

‘শান্তির জন্য প্রস্তুত’ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি

আয়েশা সিদ্দিকা শিরিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৭, ১৪:৫৩
আপডেট: ০৭ অক্টোবর ২০১৭, ১৪:৫৩

(প্রিয়.কম) শান্তির ব্যাপারে মিয়ানমার সরকারের যে কোন পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত বলে জানিয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ)। শনিবার এআরএসএ’র এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

বিবৃতিতে বলা হয়েছে, ‘যেকোনো পর্যায়ে বার্মিজ সরকার শান্তিতে ইচ্ছুক হলে এআরএসএ ওই ইচ্ছাকে স্বাগত জানিয়ে তার প্রতিদান দিবে।’

এর আগে গত ৯ সেপ্টেম্বর শনিবার এক বিবৃতিতে ১০ সেপ্টেম্বর রোববার থেকে এক মাসের জন্য অস্ত্রবিরতির ঘোষণা দেয় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি।

সে সময় রোহিঙ্গা মুসলমান বিদ্রোহীরা বলেছে, ‘তারা রাখাইনে মানবিক সংকট বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আশা করছে মিয়ানমারের সেনাবাহিনীও সেখানে অস্ত্রবিরতি করবে।’

সোমবার মধ্যরাতে ওই অস্ত্রবিরতির মেয়াদ শেষ হবে। অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার পর তারা কী পদক্ষেপ নিবে এ বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি এআরএসএ।

তবে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে চালানো ‘অত্যাচার ও দমনপীড়ন বন্ধ করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ’ বলে জানিয়েছে রোহিঙ্গা মুসলমান বিদ্রোহীরা।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ইতোমধ্যে ৫ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা ৬ লাখেরও বেশি। এদিকে পালিয়ে আসার হার আগের চেয়ে কিছুটা কমলেও, তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলার সময় এখনও হয়নি বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র।

সারা বিশ্বে ইউএনএইচসিআর কতৃক নিবন্ধিত ১৭.২ মিলিয়ন শরণার্থীর ৩০% এখন বাংলাদেশে। এরই মধ্যে চলমান রোহিঙ্গা ঢল অব্যাহত থাকলে শরণার্থীর এ সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছে জাতিসংঘ।

গত ১১ আগস্টে রাখাইন রাজ্যে সেনা মোতায়েনের পর চলমান রোহিঙ্গা সংকটে মিয়ানমারের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণের বিষয়ে সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি প্যাট্রিক মার্ফি।

আর রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ জোরদারে বৃটেনের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রিয় সংবাদ/শিরিন