কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

পাঠকের প্রশ্ন: গ্যাসের সমস্যায় ভুগছি, কী করব?

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৪ জুন ২০১৭, ১২:৩৩
আপডেট: ০৪ জুন ২০১৭, ১২:৩৩

পাঠকের প্রশ্ন: আমি ২২ বছর বয়সী একজন পুরুষ। একবছর যাবৎ গ্যাসের সমস্যায় ভুগছি। মুখ থেকে দুর্গন্ধময় গ্যাস বের হয়। এ সমস্যার জন্য কোনো চিকিৎসা করাইনি। ঠিকমতো পায়খানা হয় না। আমার আরেকটি সমস্যা হচ্ছে- অ্যালার্জি। চুলকানোর পর ফুলে যায়। ডাক্তার Atrizin, rupadin ও betnelan নামক ওষুধ দিয়েছে যা খেলে দুদিন অ্যালার্জি ওঠে না। কিন্তু দুদিন পর আবার ওঠে। এমতাবস্থায় কী করব?

প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে পাঠিয়েছেন: নাম প্রকাশে অনিচ্ছুক একজন।

চাইলে আপনিও যেকোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে। আর নিজের নাম গোপন রাখতে চাইলে প্রশ্ন পাঠাতে পারেন পেজের ইনবক্সে, সঙ্গে লিখে দিতে হবে ‘নাম প্রকাশে অনিচ্ছুক’। আমাদের ফেসবুক পেজ দেখতে এখানে ক্লিক করুন। আর উত্তর জানতে এখানে ক্লিক করুন

স্বাস্থ্য হোক বা সৌন্দর্য, খেলা হোক বা সিনেমা, দাম্পত্য বা প্রেম, অফিসের সমস্যা কিংবা আইনি সমস্যা, বিজ্ঞান হোক বা রাজনীতি, স্কুল-কলেজ হোক বা সামাজিক ও পারিবারিক কোনো সমস্যা, যেকোনো সমস্যা লিখে জানান আমাদের। আপনার হয়ে সমস্যার সমাধান খুঁজে বের করবেন আমাদের ‘প্রিয় বিশেষজ্ঞ পরিবার’।

আপনার প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর। আপনার জন্যই অপেক্ষায় আছি আমরা।