কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

পাঠকের প্রশ্ন: শারীরিক জটিল সমস্যায় ভুগছি, পরামর্শ চাই।

ফারজানা রিংকী
লেখক
প্রকাশিত: ১৩ মে ২০১৭, ০৯:০৭
আপডেট: ১৩ মে ২০১৭, ০৯:০৭

শারীরিক সমস্যা। প্রতীকী ছবি।

পাঠকের প্রশ্ন: আজ প্রায় ২ বছর যাবৎ আমার এক শারীরিক পরিবর্তন লক্ষ্য করছি। আমার ডানপাশে যে অন্ডকোষ আছে তার সাথে আরেকটা অন্ডকোষ যুক্ত হয়ে যাচ্ছে। এটা কেন বা কী কারণে হচ্ছে জানি না। হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। এতে কোনো উপকারও হচ্ছে না। ডা. বারবারই বলছে, এই ওষুধেই ভালো হয়ে যাবে কিন্তু হচ্ছে না। এখন কী করবো বুঝতে পারছি না। এটা আলাদা না। ডান অন্ডকোষের সাথে এটা যুক্ত আরেকটি কোষ। যখন প্রস্রাবের বেগ পায় তখন পেট ফোলা শুরু হয়। বিশেষ করে দুপুরবেলা খাওয়ার পরে পেটটা ফোলা শুরু হয়। এমনিতে অন্ডথলিতে কোনো ব্যথা নেই। গত ২-৩ মাস পর্যন্ত প্রস্রাবের রং-ও হলুদ বর্ণ হয়ে আছে। কিন্তু এর কোনো সমাধান আমি পাচ্ছি না। এটা কী রোগ সেটাও বুঝতে পারছি না। যদি একটু দয়া করে আমার প্রশ্নের উত্তর দেন বা এ রোগের ভালো ডাক্তারের পরিচয় দেন, তাহলে তাকে দেখাতে পারি। আর এজন্য আমি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ

প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে পাঠিয়েছেন: নাম প্রকাশে অনিচ্ছুক একজন।

চাইলে আপনিও যেকোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে। আর নিজের নাম গোপন রাখতে চাইলে প্রশ্ন পাঠাতে পারেন পেজের ইনবক্সে, সঙ্গে লিখে দিতে হবে ‘নাম প্রকাশে অনিচ্ছুক’। আমাদের ফেসবুক পেজ দেখতে এখানে ক্লিক করুন। আর উত্তর জানতে এখানে ক্লিক করুন

স্বাস্থ্য হোক বা সৌন্দর্য, খেলা হোক বা সিনেমা, দাম্পত্য বা প্রেম, অফিসের সমস্যা কিংবা আইনি সমস্যা , বিজ্ঞান হোক বা রাজনীতি, স্কুল-কলেজ হোক বা সামাজিক ও পারিবারিক কোনো সমস্যা, যেকোনো সমস্যা লিখে জানান আমাদের। আপনার হয়ে সমস্যার সমাধান খুঁজে বের করবেন আমাদের ‘প্রিয় বিশেষজ্ঞ পরিবার’।

আপনার প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর। আপনার জন্যই অপেক্ষায় আছি আমরা।