কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইসলামে বিয়ের বৈধতা। প্রতীকী ছবি।

পাঠকের প্রশ্ন: পিতা-মাতার নাম উল্লেখ ছাড়াও কি বিয়ে বৈধ হবে?

ফারজানা রিংকী
লেখক
প্রকাশিত: ০৬ জুন ২০১৭, ১৬:০২
আপডেট: ০৬ জুন ২০১৭, ১৬:০২

পাঠকের প্রশ্ন: আমার এক পরিচিত মেয়ে ও একটি নব্য মুসলমান ছেলে একজন হাফেজকে কাজী হিসেবে নিয়ে দুজন সাক্ষীর সামনে কবুল বলে বিয়ে করেছে। কিন্তু কাজী মেয়ের সামনে ছেলের নাম, ঠিকানা এবং মোহরানা সবকিছু বললেও ছেলের পিতা-মাতার নাম উল্লেখ করে নাই। ছেলেকে কবুল বলাবার সময় কাজী মেয়ের নাম, পিতা-মাতার নাম, ঠিকানা এবং মোহরানা  সবকিছু ঠিকমতো বলেছে। এই বিয়ে কি জায়েজ হবে? উল্লেখ্য, ছেলের পিতা-মাতা অমুসলিম।

প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে পাঠিয়েছেন: Sabuj Mon Pakhi

চাইলে আপনিও যেকোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে। আর নিজের নাম গোপন রাখতে চাইলে প্রশ্ন পাঠাতে পারেন পেজের ইনবক্সে, সঙ্গে লিখে দিতে হবে ‘নাম প্রকাশে অনিচ্ছুক’। আমাদের ফেসবুক পেজ দেখতে এখানে ক্লিক করুন। আর উত্তর জানতে এখানে ক্লিক করুন

স্বাস্থ্য হোক বা সৌন্দর্য, খেলা হোক বা সিনেমা, দাম্পত্য বা প্রেম, অফিসের সমস্যা কিংবা আইনি সমস্যা , বিজ্ঞান হোক বা রাজনীতি, স্কুল-কলেজ হোক বা সামাজিক ও পারিবারিক কোনো সমস্যা, যেকোনো সমস্যা লিখে জানান আমাদের। আপনার হয়ে সমস্যার সমাধান খুঁজে বের করবেন আমাদের ‘প্রিয় বিশেষজ্ঞ পরিবার’।

আপনার প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর। আপনার জন্যই অপেক্ষায় আছি আমরা।