কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনুশীলনে মাশরাফি বিন মুর্তজা। ছবি: প্রিয়.কম

টসে জিতে আগে ব্যাট করবে মাশরাফির রংপুর

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৭, ১২:৪৭
আপডেট: ১১ নভেম্বর ২০১৭, ১২:৪৭

(প্রিয়.কম) সিলেট ঘুরে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন ঢাকায়। ঢাকা পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছে রংপুর রাইডার্স রাজশাহী কিংস। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  চলতি বিপিএলে প্রথমবারের মতো টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কোনও দল। প্রথম আট ম্যাচে সকল টসজয়ী দলই আগে ফিল্ডিং করেছে।

ইনজুরিতে পড়ে দলে নেই রাজশাহীর নিয়মিত অধিনায়ক স্যামি। তার পরিবর্তে রাজশাহীর অধিনায়কত্ব করছেন মুশফিকুর রহিম। চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে রাজশাহী। দলে ঢুকেছেন মোহাম্মদ সামি, নিহাদুজ্জামান, লেন্ডল সিমন্স ও ম্যালকম ওয়ালার। বাদ পড়েছেন লুক রাইট, হোসেন আলী ও সামিত প্যাটেল। রংপুর রাইডার্স খেলবে দুই পরিবর্তন নিয়ে। সোহাগ গাজী ও সামিউল্লাহ শেনওয়ারির জায়গায় দলে ডাক পেয়েছেন আব্দুর রাজ্জাক ও অ্যাডাম লিথ।

রাজশাহী কিংসের বিপক্ষে চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বীতা করছে রংপুর রাইডার্স। প্রথম দেখায় রাজশাহীকে ছয় উইকেটে হারিয়েছিল মাশরাফির রংপুর। জয় দিয়ে বিপিএল শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেরেছে রংপুর। অন্যদিকে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে গেল আসরের রানার্স আপ রাজশাহী কিংস।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, জোনাথন চার্লস, রবি বোপারা, থিসারা পেরেরা,মোহাম্মদ মিথুন, জিয়াউর রহমান,  নাজমুল ইসলাম অপু, অ্যাডাম লিথ, আব্দুর রাজ্জাক  ও লাসিথ মালিঙ্গা।

রাজশাহী কিংস: মুশফিকুর রহিম (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জেমস ফ্রাঙ্কলিন, লেন্ডল সিমন্স, মুমিনুল হক, রনি তালুকদার, ম্যালকম ওয়ালার, ফরহাদ রেজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ সামি, নিহাদুজ্জামান

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ