কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রংপুরের জার্সিতে ইংল্যান্ডের ক্রিকেটার রবি বোপারা। ছবি: প্রিয়.কম

রংপুরের জয়ের নেপথ্যে

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৭, ১৪:৪৩
আপডেট: ২২ নভেম্বর ২০১৭, ১৪:৪৩

(প্রিয়.কম) জয়ের জন্য শেষ ওভারে তখন ১৩ রানের প্রয়োজন ঢাকা ডায়নামাইটসের। টি-টোয়েন্টির হিসেবে অসম্ভব কিছুই নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রংপুর ও ঢাকার মধ্যকার ম্যাচের এমন পরিস্থিতিতে রংপুর রাইডার্সের কি পরিকল্পনা ছিল, যার প্রতিফলনেই এমন অবিশ্বাস্য জয় পেল? উত্তর পাওয়া গেল রংপুর রাউডার্সের গুরুত্বপূর্ণ সদস্য রোবি বোপারার কাছে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে ইংল্যান্ড ক্রিকেটার বোপারা বলেন, ‘জিতে ভালো লাগছে। আমাদের সামনে কোনো বিকল্প পথ ছিল না। সবাই মিলে একটাই সিদ্ধান্ত নেয়া হয়েছিল, যতটা সম্ভব ইয়র্কার লেন্থে বল ফেলার। থিসারা পেরেরা সে কাজটিই অসম্ভব দক্ষতার সাথে করে দেখিয়েছেন। দারুণ বল করেছে পেরেরা।’

মাত্র ১৪৩ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান- শহীদ আফ্রিদিরা। এর মধ্যে রংপুরের বোলাররা অতিরিক্ত খাতে রান দিয়েছেন ১৯। এরমধ্যে ১২টিই ছিল ওয়াইড। এমন খরুচে বোলিংয়ের পরও এই ম্যাচে জয় পাওয়া নির্দ্বিধায় অসাধারণ কিছু অভিজ্ঞতা মানছেন বোপারা।

তিনি বলেন, ‘আমরা ২০ ওভারের ম্যাচে প্রায় তিন ওভার অতিরিক্ত বল করেছি। এক কথায় ২৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে ঢাকা। যা বিরল ঘটনা প্রায়। এমন প্রতিদিন ঘটবে না। তারপরও আমরা জিতে গেছি। সেটাই বড় কথা। তবে এভাবে জেতা যাবে না বা জেতা যায় না।’

প্রিয় স্পোর্টস