কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধর্মগুরু গুরমিত রাম রহিম। সংগৃহীত ছবি

ডেরা’র আইটি কর্মকর্তা গ্রেফতার, আরও বিপাকে রাম রহিম! 

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৯
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৯

(প্রিয়.কম) ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের গ্রেফতারের পর ভারতের বিশেষ সিবিআই আদালত তাকে ধর্ষণের দায়ে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তবে এবার রাম রহিমের ডেরার আইটি প্রধানকে গ্রেফতার করে ডেরার গুরুত্বপূর্ণ ৬০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে পুলিশ।

সিরসার পুলিশ সুপার অশ্বিনী শেনভি জানিয়েছেন, গ্রেফতারকৃত বিনীত কুমারের বিরুদ্ধে পুলিশ ডেরায় তল্লাশি চালানোর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের হার্ডডিস্ক সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া যায়।

পুলিশ সূত্র জানায়, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে ডেরার সদর দফতর সিরসায় তল্লাশির আগেই সেখানকার বেশ কয়েকটি কম্পিউটার ও হার্ড ডিস্ক থেকে তথ্য সরিয়ে ফেলে বিনীত। পুলিশ তার কাছ থেকে জানতে চায় কী কারণে তিনি ওই সব গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক নথি সরিয়েছেন। পরে সে সঠিক উত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়।

এদিকে আইটি বিভাগের প্রধানকে ছাড়াও রাজস্থানে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকা বাবার ব্যক্তিগত চালককেও গ্রেফতার করেছে পুলিশ। প্রমাণ লোপাটের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। 

প্রিয় সংবাদ/কামরুল