কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জেল খানায় ধর্ষক রাম রহিম। ছবি: সংগৃহীত

কারাগারে শাকসবজি চাষে দিনে ২০ রুপি পাচ্ছে ধর্ষক রাম রহিম

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৭
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৭

(প্রিয়.কম) দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত ভারতের বিতর্কিত ‘ধর্মগুরু’ গুরমিত সিং রাম রহিম জেল খানায় শাকসবজি চাষে প্রতিদিন ২০ রুপি করে পাবেন।

হরিয়ানা রাজ্যের রোহতাক জেলের সিনিয়র এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বর্তমানে রাম রহিমকে ওই জেলেই রাখা হয়েছে।

হরিয়ানা কারাগারের মহাপরিচালক কে.পি সিং জানান, রাম রহিমের কক্ষের সামনে ৯শ’ বর্গফুটের জায়গা আছেন। তিনি সেখানে সবজি চাষের প্লট তৈরি করছেন। এরপর সেখানে শাক-সবজি চাষ করবেন। তবে রাম রহিম আর কোন কাজ না পারায় তাকে অন্য কোনো কাজ দেওয়া সম্ভব হয়নি।

এছাড়া তিনি কাজে অদক্ষ বলে তাকে দৈনিক মজুরি ২০ রুপি করে দেওয়া হবে বলেও জানান কারা কর্মকর্তা। যেখানে শত শত জোড়া বিভিন্ন বাহারি নকশার জুতা আর পোশাক প্রিধান করে জীবন কাটিয়েছেন সেখানে কারাগারে রাম রহিমকে দুটি বই এবং দুই জোড়া স্লিপার স্যান্ডেল দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট রোহতকের সুনারিয়া জেলে ধর্ষণের দায়ে ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক ধর্মগুরু গুরমিত সিংহ রাম রহিমের ১০ বছর করে মোট ২০ বছরের সাজা ঘোষণা করা হয়। একইসঙ্গে প্রতিটিতে ১৫ লাখ রুপি করে মোট ৩০ লক্ষ রুপি জরিমানা করা হয় এই বিতর্কিত ধর্মগুরুকে।

প্রিয় সংবাদ/শিরিন