কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: প্রিয়.কম

সিলেট ‘নতুন’ ছিল বলেই মিরাজদের দুই হার!

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৭, ১৭:৫৭
আপডেট: ১০ নভেম্বর ২০১৭, ১৭:৫৭

(প্রিয়.কম) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে একমাত্র রাজশাহী কিংস বাদে সবগুলো দলই জয়ের দেখা পেয়েছে। রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্সের মুখোমুখি হলেও জয়ের দেখা পায়নি গেল আসরের রানার আপ রাজশাহী। দুই পরাজয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে ড্যারেন স্যামি, মুশফিকুর রহিমরা। দুই হারের কারণ হিসেবে সিলেটের 'নতুন' উইকেটকে দায়ী করছেন রাজশাহীর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সিলেট পর্ব শেষে দু'দিনের বিরতির পর মাঠে গড়াচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। এই পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে রাজশাহী কিংস। তাদের প্রতিপক্ষ মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। এই ম্যাচটিকে সামনে রেখে শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেছেন রাজশাহীর মিরাজ।

অনুশীলন শেষে সিলেট পর্বে নিজেদের পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডানহাতি এই অফ স্পিনার। এসময় তিনি বলেন, 'সিলেট আমাদের কাছে পুরো নতুন ছিল। অমন গ্রাউন্ডে এ রকমভাবে আমরা খেলিনি। ওইখানে ব্যাটসম্যানরা সুবিধা পেয়েছে। শিশিরের কারণে বোলিংটা, বিশেষ করে স্পিনারদের সমস্যা হয়েছে।'

ঢাকা পর্বে ঘুরে দাঁড়াতে মরিয়া রাজশাহী। আত্মবিশ্বাসে বিন্দুমাত্র ফাটল ধরাতে পারছে না সিলেট পর্বের দু'টি ম্যাচ। দু'টি ম্যাচে হারলেও দলের আত্মবিশ্বাস এখনও উঁচুতে আছে জানিয়ে মিরাজ বলেন, 'আসলে দুটি হার, গত বছরও এরকম ছিল। এ বছরও তাই হচ্ছে। আমাদের আত্মবিশ্বাস উঁচুতেও আছে। এখনও দশটি ম্যাচ আছে। আমরা ঠিকভাবে খেলতে পারলে শেষ চারে যাওয়া সম্ভব। আপাতত আমাদের দরকার একটা জয়।'

দলের পাশাপাশি ব্যক্তিগতভাবেও ঢাকা পর্বে ভাল করার জন্য আশাবাদী মিরাজ। বলছেন, 'আশা করি ঢাকায় ভাল হবে। ঢাকা আমাদের চেনা। এ ছাড়া প্রস্তুতিও ভাল হচ্ছে। আশা করি ঢাকায় ভাল কিছেই হবে।'

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ