কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুলনা টাইটান্সের অনুশীলনে আবু জায়েদ চৌধুরী রাহী। ছবি: সংগৃহীত

'সিলেটের বিপক্ষে খেলতে নামলেই আলাদা একটা উত্তেজনা কাজ করে'

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৭, ১৮:৪৩
আপডেট: ০৭ নভেম্বর ২০১৭, ১৮:৪৩

(প্রিয়.কম) চার নভেম্বর সিলেটে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের এবারের আসরে খুলনা টাইটান্সের হয়ে খেলছেন সিলেটের ছেলে আবু জায়েদ চৌধুরী রাহী। ‘লোকাল বয়’ হয়েও উপেক্ষিত এই ডানহাতি পেসার। বলা চলে নিজ ভূমে পরবাসী। তবে এই অবহেলাটাই তাকে ভালো করতে অনুপ্রেরণা যোগায়।

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরে এবারের বিপিএল শুরু করেছে খুলনা টাইটান্স। ০৮ নভেম্বর দ্বিতীয় ম্যাচে খুলনার প্রতিপক্ষ উড়তে থাকা সিলেট সিক্সার্স। এই ম্যাচকে সামনে রেখে বেশ রোমাঞ্চিত রাহী। মঙ্গলবার অনুশীলনের ফাঁকে সংবাদকর্মীদের জানালেন সামনের ম্যাচে প্রতিপক্ষ সিলেট বলেই আলাদা একটা উত্তেজনা কাজ করছে তার মধ্যে।

তিনি বলেন, ‘আমরা পেশাদার ক্রিকেটার। আমার অবশ্য সিলেটের বিপক্ষে খেলতেই বেশি ভাল লাগে। মনের মধ্যে জেদ কাজ করে। সিলেটের বিপক্ষে খেলতে নামলেই আমার মধ্যে আলাদা একটা উত্তেজনা কাজ করে। হয়তো কালকেও সেই উত্তেজনা কাজ করবে। বলতে পারেন অনেকটা অবহেলার শিকার বলেই এমনটা কাজ করে।’

প্রথম ম্যাচে দল হারলেও নিজের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি রাহী। ঢাকার সেই রান পাহাড় গড়ার ম্যাচে চার ওভার বল করে ২৯ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। বলেন, ‘প্রথম ম্যাচটা ভালো হয়েছে, চেষ্টা করব ধারাবাহিকতা ধরে রাখতে। খুলনা অনেক আশা করে নিয়েছে। আশা করি তাদের প্রত্যাশা পূরণ করতে পারব।’

প্রথম ম্যাচে হারলেও মনোবল কমেনি খুলনার। পরের ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন রাহী, ‘প্রথম ম্যাচ বলেই দূর্ভাগ্যবশত হেরে গেছি। আশা করি পরের ম্যাচে আমরা সবকিছু মানিয়ে নিতে পারব। প্রথম ম্যাচ গেছে, সেভাবে কেউই বুঝে উঠতে পারেনি। আমি নেটে বোলিং করে বুঝেছি, আমাদের ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী।’

প্রিয় স্পোর্টস/কামরুল