কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইন্টার মিলানে ধারে খেলবেন রাফিনহা। ছবি : সংগৃহীত

মেসিদের ছেড়ে ইন্টারে রাফিনহা

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৮, ০৫:৫০
আপডেট: ২০ জানুয়ারি ২০১৮, ০৫:৫০

(প্রিয়.কম) গত এক সপ্তাহ ধরেই কথাবার্তা চলছিল। অবশেষে ঐক্যমতে পৌছেছে বার্সেলোনা ও ইন্টার মিলান। ২০১৭-১৮ মৌসুমের বাকি সময়টা ইতালিয়ান সিরি’এ লিগের দল ইন্টার মিলানে ধারে খেলবেন রাফিনহা।
রাফিনহার জন্য ৩৫ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে ইন্টার।

তবে এই সময়ের মধ্যে রাফিনহা যদি নিজেকে মেলে ধরতে পারেন তাহলে চুক্তির মেয়াদ বাড়াতে পারে এক সময়ে ইতালিয়ান সিরি’এ লিগে রাজত্ব করা ইন্টার মিলান।

এদিকে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগানের দিকে নজর রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি। আর তাতে রীতিমতো ভয় পাচ্ছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। বিশেষ করে বর্তমান সময়ে ফুটবলারদের দলে ভেড়াতে বিপুল পরিমাণ অর্থ খরচ করার কারণেই এলএম টেনের ভয়টা বেশি।

কেননা, গত গ্রীষ্মকালীন দলবদলে, রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে বার্সেলোনা থেকে নেইমারকে কিনে নেয় প্যারিস সেইন্ট জার্মেই। ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে হারানোর প্রভাব অবশ্য দলের মধ্যে পড়তে দেননি মেসি-সুয়ারেজ-পাউলিনহোরা। এই মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে কাতালান ক্লাবটি।

সূত্র : মার্কা