কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেইমারের সঙ্গে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। ছবি: সংগৃহীত

নেইমার-কাভানি দ্বন্দ্বে যা বললেন পিএসজি সভাপতি

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৬
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৬

(প্রিয়.কম) এডিনসন কাভানিকে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) চান না নেইমার। ইতিমধ্যে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফিকে নাকি এই কথা বলেও দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ফ্রি-কিক ও পেনাল্টি নিয়ে এই দুই তারকার দ্বন্দ্বের পর ফরাসি সংবাদ মাধ্যমের বরাতে এমনটাই জানা গেছে। এ বিষয়ে প্রথমে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন পিএসজি সভাপতি

ফ্রেঞ্চ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেইমার-কাভানির মধ্যে কিছুই হয়নি। আপনারা যা দেখছেন তা অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। এই দুইজনের মধ্যে কোনো সংঘাত নেই।’

নেইমার-কাভানিকে ঘিরে এই ঘটনার সূত্রপাত লিওর বিপক্ষে রোববারের ম্যাচে। প্রথমে ফ্রি-কিক পায় পিএসজি। সেই ফ্রি-কিক নিতে যান দলের উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। কিন্তু তার কাছ থেকে বল করে নিয়ে নেইমারকে দেন দানি আলভেজ। এর কয়েক মিনিট পর পেনাল্টি পেয়ে শট নিতে প্রস্তুতি নেন কাভানি। নেইমার তার কাছে গিয়ে সেই পেনাল্টি কিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। নেইমারকে ফিরিয়ে দেন কাভানি।

প্রতিপক্ষের জোড়া আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ার আগে দলের সঙ্গে উদযাপন করেননি কাভানি। সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি। চমকে দেওয়ার মতো খবর দিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম লা’ইকুইপে। তাদের দাবি ড্রেসিংরুমে ফিরে মাঠের কাণ্ড নিয়ে তর্কে জড়িয়ে পড়েন নেইমার কাভানি। এমনকি দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রমও হয়েছিল। পরবর্তীতে থিয়াগো সিলভার হস্তক্ষেপে থামে সেই তর্ক।