কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি : সংগৃহীত

পিএসজি ১০৬ : ৬৮ রিয়াল মাদ্রিদ!

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৮, ০৯:০৯
আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮, ০৯:০৯

(প্রিয়.কম) অবিশ্বাস্যই মনে হতে পারে অনেকের কাছে। তবে পরিসংখ্যান বলছে এটাই সত্য। এই মৌসুমে প্রতিপক্ষের জালে জড়ানো গোলের সংখ্যায় রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রায় সমান সংখ্যক ম্যাচে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের দ্বিগুণ গোল করেছে পিএসজি।

বুধবার দিজনের বিপক্ষে ম্যাচের দিকে তাকালেও বুঝা যায় গোল করাটাকে যেন নিয়মিত স্বভাবে পরিণত করে ফেলেছেন নেইমার-কাভানিরা। এদিন তারা এক-দুইবার নয় গুনে গুনে আটবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন। নেইমার একাই করেছেন হ্যাটট্রিকসহ চার গোল! বাদ থাকেননি অ্যাঞ্জেল ডি মারিয়া আর কিলিয়ান এমবাপ্পেও

দিজনের বিপক্ষে গোল উৎসব করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম দল হিসেবে প্রতিপক্ষের জালে ১০০ কিংবা তারও বেশি বল জড়ানোর রেকর্ড গড়েছেন উনাই এমেরির শিষ্যরা। এমবাপ্পে-কাভানি-নেইমাররা ১০৬ গোল করেছেন মাত্র ৩১ ম্যাচ খেলে! শেষ ২২ ম্যাচের সবকটিতেই গোলের দেখা পেয়েছে পিএসজি। এর আগে সেপ্টেম্বরের ২৩ তারিখে মন্টেপেলিয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল প্যারিসের ক্লাবটি।

এ মৌসুমে পিএসজির আক্রমণভাগের তিন তারকা নেইমার-কাভানি-এমবাপ্পে মিলেই করেছেন ৬৭ গোল। অথচ, পুরো রিয়াল মাদ্রিদের গোলসংখ্যাই মোট ৬৮! সেজন্য তারা ম্যাচ খেলেছেন ৩৩ টি। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ ‘বিবিসি’র করা এ মৌসুমের মোট গোল মাত্র ২৮। দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর লিগ গোল মাত্র চারটি।

হঠাৎ কেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই লিগের সেরা দুই দলের গোলের তুলনা? এর কারণটাও খুব স্পষ্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুযায়ী শেষ ষোলতেই যে মুখোমুখি হচ্ছে রিয়াল-পিএসজি!

সূত্র : মার্কা

প্রিয় স্পোর্টস/আরএ