কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুস্বাদু আপেলের রয়েছে দারুণ কিছু ব্যবহার। ছবি: রিপন

প্রিয় টিপস ২৬ ডিসেম্বর, ২০১৭: খাবার ফ্রেশ রাখতে কাজে লাগান আপেল

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৭, ০৯:১০
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭, ০৯:১০

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।

কিছু কিছু খাবার নিয়ে অনেক সময়েই অনেক ঝামেলা পোহাতে হয়। খাবারটা ফ্রিজে রাখবেন, নাকি বাইরে, নাকি এয়ারটাইট বক্সে- এসব নিয়ে চিন্তা করে কূল পান না অনেকেই। বিশেষ করে পাউরুটি এমন একটি খাবার যা নিয়ে দোটানায় ভুগতে হয়। এটাকে বাইরে বেশিদিন রাখা যায় না, ছাতা পড়ে যাবার ভয় থাকে। আবার ফ্রিজে রাখলে সেটা শক্ত হয়ে পড়ে। ঠাণ্ডা, অন্ধকার কোন কাবার্ডে রাখলেও কিছুদিনের মাঝে শক্ত, শুকনো হয়ে যায়। পাউরুটি নিয়ে আর চিন্তা করতে হবে না। বেশিদিন পাউরুটি ফ্রেশ রাখার টিপস দেখে নিন আজ। 

এর জন্য আপনার কাজে আসবে আপেল। পাউরুটি যে বক্সে বা বাস্কেটে রাখবেন, তারই সাথে রেখে দিন এক টুকরো আপেল। আপেলের কারণে পাউরুটির আর্দ্রতা বজায় থাকবে। ফলে পাউরুটি বেশিদিন নরম থাকবে এবং খেতে ভালো লাগবে, শক্ত ও শুকনো হয়ে পড়বে না সহজে।

প্রিয় লাইফ/ আর বি