কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জুতোর দাগ দূর করতে সময় লাগবে না একদমই। ছবি: রিপন

প্রিয় টিপস ২৪ নভেম্বর, ২০১৭: জুতোর দাগ দূর করুন দ্রুত!

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৭, ১০:৫১
আপডেট: ২৪ নভেম্বর ২০১৭, ১০:৫১

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।

বিভিন্ন কাজে গণপরিবহন ব্যবহার করতে হয় সবাইকেই। আর সেখানে পোশাক-আশাক নিয়ে খুব সাবধান থাকলেও সমস্যা হতেই পারে। সবচাইতে বেশি ধকল যায় জুতোর ওপর দিয়ে। যে কোনো সময়ে অসাবধানে কেউ আপনার জুতোর ওপর পা ফেলতে পারে, ফলে এর ওপর রয়ে যায় অন্য একটি জুতোর ছাপ। সচরাচর এই ব্যাপারটা নিয়ে কেউ মাথা ঘামান না। কিন্তু বেশ পরিপাটি পোশাকে যাচ্ছেন জরুরী কোন মিটিং সারতে, তখন এই ব্যাপারটায় বিরক্ত হতেই হয় বই কি! কারন জুতোর দাগ দূর করার যত পদ্ধতি আছে সবগুলোতেই অনেক বেশি সময় লাগে। চিন্তা নেই। আজ দেখে নিন খুব কম সময়ের মাঝেই জুতোর দাগ দূর করার সহজ উপায়টি।

এর জন্য আপনার কাজে আসবে একটি নেইল ফাইল। নখ কাটার পর তা সমান করতে যে ফাইল বা বাফার ব্যবহার হয়, সেটা দিয়ে সাবধানে ঘষে নিন দাগের ওপর। জুতোর ওপরে থাকা ধুলোময়লার দাগ এতে উঠে যাবে খুবই কম সময়ের মাঝে।

প্রিয় লাইফ/ রুমানা বৈশাখী