কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেনে চলুন শীতের ভারী কাপড় গুছিয়ে রাখার সঠিক পদ্ধতি।

প্রিয় টিপস ২২ নভেম্বর, ২০১৭: শীতের কাপড় গুছিয়ে রাখার সঠিক উপায়!

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৭, ০৯:১৯
আপডেট: ২২ নভেম্বর ২০১৭, ০৯:১৯

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।

পোশাক-আশাক গুছিয়ে রাখার জন্য সারা বছরই আমরা হ্যাঙ্গার ব্যবহার করি। এতে যেমন কাপড়ের ভাঁজ ঠিক থাকে, তেমনি কাপড় রাখতে জায়গাও অনেক কম লাগে। কিন্তু সাধারণ সুতি বা সিন্থেটিক কাপড় যেভাবে নিশ্চিন্তে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারবেন, শীতের কাপড় কিন্তু সেভাবে রাখতে পারবেন না। হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে মোটা টি-শার্ট এবং সোয়াটারের কাঁধ ঝুলে যায় এবং কাপড়ের পুরো শেপটাই নষ্ট হয়ে যায়। কিন্তু এগুলো আবার ড্রয়ারে রাখারও জায়গা পাওয়া যায় না। কী করবেন তাহলে? শীতের কাপড় গুছিয়ে রাখার সঠিক নিয়মটি দেখে নিন আজ। 

সোয়েটার

এর জন্য সোয়েটারটাকে প্রথমে মাঝ বরাবর ভাঁজ করে নিন। এরপর এর বগল বরাবর হ্যাঙ্গারের হাতলটা রাখুন। হাতলের ওপর দিয়ে সোয়েটারের হাতা দুটো এবং নিচের অংশটা ভাঁজ করে নিন। এবার এই হ্যাঙ্গারটাকে ঝুলিয়ে দিন আলমারিতে। এভাবে রাখলে সোয়েটারের কাপড় আর নষ্ট হবে না। 

প্রিয় লাইফ/ রুমানা বৈশাখী