কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রিয় মানুষের দেওয়া এই ফুল নেতিয়ে যাবে দুয়েকদিনের মাঝেই। ছবি: নূর

প্রিয় টিপস ১৪ নভেম্বর, ২০১৭: ফুল দীর্ঘদিন টাটকা রাখার সহজতম টিপস!

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৭, ০৯:৩৬
আপডেট: ১৪ নভেম্বর ২০১৭, ০৯:৩৬

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।

বিশেষ কোনো উপলক্ষে অনেক চটকদার, দামি উপহার দেওয়া যায় প্রিয়জনকে। কিন্তু রঙ্গিন, সুবাসিত এক গোছা ফুলের আবেদন কমেনি এখনো। জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী, এখনো শুভেচ্ছা জানানোর জন্য ফুলের তোড়া অনন্য। যে উপহার দিচ্ছে তার তেমন কোনো মাথাব্যথা নেই। উপহার যে পেয়েছেন, তিনিই ভাবতে থাকেন কী করে এই ফুলগুলোকে বেশিদিন তাজা রাখা যাবে। কাটার পর খুব সহজেই ফুল নেতিয়ে যায়। বারবার ফুলদানির পানি পালটে দেওয়ার পরেও তা বেশিদিন রাখা যায় না। কী করতে পারেন ফুলদানির ফুল বেশিদিন ভালো রাখতে? জেনে নিন এমন একটি টিপস যাতে এক সপ্তাহ পর্যন্ত ফুল থাকবে একদম তরতাজা।

এর জন্য আপনার দরকার হবে এক ক্যান স্প্রাইট। ফুলদানিতে অর্ধেক পানি এবং অর্ধেক স্প্রাইট দিয়ে তার মাঝে রেখে দিন ফুল। এতে বারবার পানি পাল্টাতে হবে না, ফুলগুলো ভালো থাকবে এক সপ্তাহ পর্যন্ত।  

প্রিয় লাইফ/ রুমানা বৈশাখী