কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শরণার্থী শিবিরে রোহিঙ্গা শিশু ও মা। ছবি: ফোকাস বাংলা

স্বজনহারা রোহিঙ্গাদের ‘পরিবার’ তৈরি করার কথা ভাবছেন প্রধানমন্ত্রী

জাহিদুল ইসলাম জন
জ্যেষ্ঠ সহ-সম্পাদক, নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৫
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৫

(প্রিয়.কম) বর্তমান বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী রোহিঙ্গা। মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে তারা। মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে স্বজন হারিয়ে ফেলছে অনেক সন্তান। আবার সেনা নির্যাতনে মৃত সন্তানকে সীমান্তবর্তী নাফ নদীতে ভাসিয়ে দিয়ে প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন অনেক রোহিঙ্গা মা। এসব স্বজনহারানো রোহিঙ্গাদের ‘পরিবার’ তৈরি করে দেওয়া যায় কিনা, তার উপায় খোঁজার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৭ সেপ্টেম্বর রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন এ তথ্য।

ফেসবুকে তিনি লেখেন, ‘যেসব রোহিঙ্গা শিশুরা তাদের মা হারিয়েছে এবং যেসব মা তাদের সন্তান হরিয়েছেন, চিহ্নিত করে তাদের সবাইকে নিয়ে পরিবার তৈরি করে দেওয়া যায় কিনা, তা দেখতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’


প্রতিমন্ত্রীর ফেসবুক পোস্ট।


প্রতিমন্ত্রীর ওই স্টাটাসে এ ব্যাপারে ব্যাপক উৎসাহমূলক ও ইতিবাচক মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। শান্ত আকাশ নামে একজন লিখেছেন, ‘মানবিক গুণাবলীতে ভরপুর যার হৃদয়, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।’

মো. মামুন নামে একজন লিখেছেন, ‘একেই বলে মা। ইনি জানেন মা-বাবা হারানোর বেদনা। এতিম তো এতিমের কথাই ভাববে। এই চিন্তা ভাবনার কারণে কী বলে যে তাকে ধন্যবাদ জানাই, সেই ভাষা আমার জানা নেই। শুধু একটা কথা বলতে পারি আল্লাহ্ তার হয়াৎ (আয়ু) বৃদ্ধি করুন।’

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ- মিয়ানমার সীমান্তে অস্বাস্থ্যকর পরিবেশে গত কয়েকদিনে জন্ম নিয়েছে চার শতাধিক শিশু। মানবেতর পরিবেশে স্বাস্থ্যসেবার অভাবে প্রতিদিন সন্তান হারাচ্ছেন অনেক মা।

গত ১২ সেপ্টেম্বর কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় রোহিঙ্গা শিশুদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেওয়ার সময় শোনেন তাদের দুর্ভোগের কথা

প্রিয় সংবাদ/শান্ত