কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুস্তাফিজুর রহমানের সঙ্গে বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ছবি: এএফপি

ওয়ালশের চোখে ঠিক পথেই আছেন পেসাররা

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৭
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৭

(প্রিয়.কম) বাংলাদেশে এসেছেন বছরখানেক হল। এই এক বছরে তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমানদের সঙ্গে কাজ করেছেন কোর্টনি ওয়ালশ। দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশি পেসারদের পারফরম্যান্স এখন পর্যন্ত ঠিকঠাক ক্যারিবিয়ান এই কিংবদন্তির কাছে। বাংলাদেশের পেস বোলিং কোচের মতে ঠিক পথেই আছেন পেসাররা।

পূর্নাঙ্গ সিরিজ খেলতে নয় বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথাগতভাবেই পেস সহায়ক উইকেট হবে। তাই পেসারদের দিকেই নজর থাকবে সবার। এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছে জিজ্ঞাসা, এখন পর্যন্ত কেমন দেখলেন বাংলাদেশি পেসারদের? জবাবে ওয়ালশ বলেন, 'এখন পর্যন্ত যতটুকু দেখেছি আমার কাছে ভালই মনে হয়েছে।’

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের আগে তাসকিন-মুস্তাফিজদের সঙ্গে কাজ করার জন্য সপ্তাহখানেক সময় পাচ্ছেন ওয়ালশ। এই সময়ের পুরোটাই কাজে লাগাতে চান তিনি, ‘প্রথম টেস্টের আগে পেসারদের মধ্যে আরও ধৈর্য আনার চেষ্টা করছি। কীভাবে ধারাবাহিক হওয়া যায় সেই ব্যাপারে বিশেষ নজর রাখছি। ওয়ানডে ম্যাচের জন্যও প্রস্তুত করছি ছেলেদের। ওয়ানডে ও টেস্টের পেস বোলিংয়ে একটু পার্থক্য থাকবে। টেস্ট কিংবা ওয়ানডে যে কোন ফরম্যাটের বোলিংয়েই বৈচিত্র্য থাকা জরুরী।’

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ