কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গত বছর রাশিয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পেলে। ছবি: সংগৃহীত

পেলের হাসপাতালে থাকার খবরটি ভুয়া: মুখপাত্র

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৮, ১০:৪৪
আপডেট: ২০ জানুয়ারি ২০১৮, ১০:৪৪

(প্রিয়.কম) ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি ফুটবলার পেলে। শুক্রবার বিশ্ব গণামধ্যমে ফলাও করে খবর প্রকাশ করে যে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কিন্তু পেলের হাসপাতালে ভর্তি হওয়ার খবরকে ‘ভুয়া খবর’ বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র। বরং পেলে বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

৭৭ বছর বয়সী পেলের এ সপ্তাহের শেষে লন্ডন যাওয়ার কথা ছিল। তার সম্মানেই ফুটবল রাইটার্স এসোসিয়েশান (এফডব্লিউএ) কর্তৃক আয়োজিত এক নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল একমাত্র ফুটবলার হিসেবে তিন বিশ্বকাপজয়ী পেলের। কিন্তু এফডব্লিউএ এক বিবৃতিতে জানায় যে, পেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তারা বলেন, ‘তাকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা তার পর্যবেক্ষণ করছেন। তবে পরিশ্রান্ত হয়ে পড়া ছাড়া অন্য কোনো সমস্যা ধরা পড়েনি।’

আর পেলের মুখপাত্র এই খবরকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন। তার মতে, ‘দীর্ঘ সময় লাগার পাশাপাশি এবং চাপজনক হবে ভেবেই লন্ডনে যেতে চাননি পেলে। এর বেশি কিছুই নয়।’

ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে তার ২১ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩ ম্যাচে দেশটির প্রতিনিধিত্ব করেছেন। এই সময়ে প্রতিপক্ষের জালে গোল করেছেন ১২৮১টি। ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে ৭৭ গোল করেছেন তিনি। তার অসাধারণ নৈপুণ্যেই ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে ফিফা বিশ্বকাপ জয়ের স্বাদ পায় সেলেসাওরা।

সূত্র: বিবিসি

প্রিয় স্পোর্টস/শান্ত