কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে কার্যক্রম ঘোষণা দেওয়ার সময় পেপালে রোহান মহাদেভান এবং অনুপম পাহুজা। সংগৃহীত ছবি।

অবশেষে ভারতে চালু হলো পেপাল কার্যক্রম

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৭, ১০:১৯
আপডেট: ০৯ নভেম্বর ২০১৭, ১০:১৯

(প্রিয়.কম) ডিজিটাল পেমেন্ট সিস্টেম পেপাল ৯ নভেম্বর বুধবার ভারতে তাদের কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে। দেশটিতে প্রায় এক দশক ধরে অন্য দেশের সঙ্গে ক্রস-বর্ডার পেমেন্ট সেবা দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।

পেপাল হোল্ডিংস ইনকর্পোরেটেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতীয় গ্রাহকরা এখন থেকে দেশটির কিছু বহুল জনপ্রিয় প্রতিষ্ঠান থেকে এই সেবার মাধ্যমে অনলাইনে কেনাকাটা করতে পারবে।’ এছাড়াও পেপালের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক দুই ধরনের লেনদেনই সম্পন্ন  করতে পারবেন পেপাল সেবা দেওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সেইসঙ্গে ভারত ও বিশ্বব্যাপী থাকা ২১ কোটি ৮০ লাখ পেপাল গ্রাহকের কাছে পোঁছাতে পারবেন। পেপাল প্রায় এক দশক ধরে ভারতে ক্রস-বর্ডার পেমেন্ট সেবা দিয়ে আসছে। যার মাধ্যমে দেশটির ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আর ফ্রিল্যান্সাররা বৈশ্বিক সুযোগ কাজে লাগাতে পারছে। 

সম্প্রতি ভারত সরকার ডিজিটাল অর্থায়নের দিকে ঝুঁকছে। আর একারণে সরকার ও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে অগ্রগতির উদ্যোগ নিয়েছে পেপাল।

সূত্র: গ্যাজেটস নাউ

প্রিয় টেক/আশরাফ