কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকা লিট ফেস্ট। ছবি: সংগৃহীত।

লাঠি খেলায় মাতলো সাহিত্য উৎসব

সিফাত বিনতে ওয়াহিদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৭, ১৫:৪৭
আপডেট: ১৭ নভেম্বর ২০১৭, ১৫:৪৭

(প্রিয়.কম) ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল থেকেই মুখরিত ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ। নানা শ্রেণী ও বয়সী মানুষের পদচারণায় উজ্জীবিত হয়ে আছে নজরুল মঞ্চ, বহেরাতলা থেকে শুরু করে সমস্ত প্রাঙ্গণ। এখানে উদযাপিত হচ্ছে তিন দিনব্যাপী সাহিত্য উৎসব ঢাকা লিট ফেস্ট, আজ এর দ্বিতীয় দিন।

সাহিত্যের এ উৎসবকে ঘিরে দেশি-বিদেশি নানা সাহিত্যিকের ভিড় জমে ফেস্ট জুড়ে। বিভিন্ন স্টলে পাঠক এবং লেখকের ঘুরাঘুরি ও ভাবের আদান-প্রদান, এ ফেস্টকে এক আলাদা মাত্রার রূপ দিয়ে থাকে।

শুক্রবার ফেস্টের দ্বিতীয় দিন মাতিয়ে তোলে নড়াইলের লাঠিয়াল বাহিনী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিয়াল যুব সংঘ। সকালে একাডেমির নজরুল মঞ্চে ১৫-২০ জনের এ লাঠিয়াল বাহিনী সুনিপুণভাবে প্রদর্শন করেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও মনোমুগ্ধকর লাঠি খেলা। তবে শুধু পুরুষ লাঠিয়ালই নয়, এ দলে ছিলেন একদল নারী লাঠিয়ালও। পুরুষদের পাশাপাশি তারাও লাঠি খেলায় নিজেদের দক্ষতার প্রতিভা দেখিয়েছেন।

প্রিয় সাহিত্য/ সিফাত বিনতে ওয়াহিদ