কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রোববার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘেরাও করেন উপকমিটিতে পদপ্রত্যাশী সাবেক ছাত্রনেতারা। ছবি: প্রিয়.কম

ওবায়দুল কাদেরকে আবার ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ২০:২৮
আপডেট: ২১ জানুয়ারি ২০১৮, ২০:২৮

(প্রিয়.কম) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘেরাও করেছেন উপকমিটিতে পদপ্রত্যাশী সাবেক ছাত্রনেতারা। 

২১ জানুয়ারি রোববার সন্ধ্যা ৬টার দিকে  গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ে ঢোকার পথে সাবেক ছাত্রনেতারা ওবায়দুলকে ঘেরাও করেন।

ঘেরাওয়ের সময় ওই নেতারা আওয়ামী লীগের ‘দুর্দিনের কাণ্ডারী’দের উপকমিটিতে জায়গা দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন। প্রায় ১০ মিনিট ধরে স্লোগান চলে। এর পর সমবেতদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন,‘তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। যারা দলের দুর্দিনে অবদান রেখেছে, কেউ দল থেকে বাদ পড়বে না। সবাইকে মূল্যায়ন করা হবে।’

ওবায়দুলের এই বক্তব্যের পর ক্ষুব্ধ ছাত্রনেতারা সরে যান। দলের সভাপতির কার্যালেয় প্রবেশ করেন ওবায়দুল।

এর আগে শনিবার সন্ধ্যায় দলের কার্যালয়ে এসে এই ছাত্রনেতাদের তোপের মুখে পড়েন ওবায়দুল। এ খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে  রোববার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনাটির বর্ণনা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সাবেক ছাত্রনেতারা আমার সঙ্গে কথা বলতে এসেছিল। আমি তখন দরজা লাগিয়ে নামাজ পড়ছিলাম। ততক্ষণ তারা বাইরে অপেক্ষা করে। পরে যখন বললাম, এই কমিটির ঘোষণা হয়নি, সুতরাং হতাশ হওয়ার কারণ নেই, তখন তারা আনন্দ মিছিল বের করে।’

প্রিয় সংবাদ