কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক' নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।

এনটিভিতে বিশেষ নাটক ‘আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক’

সিফাত বিনতে ওয়াহিদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৭, ১৯:৩৪
আপডেট: ০৯ নভেম্বর ২০১৭, ১৯:৩৪

(প্রিয়.কম) জটিল সমস্যায় পড়েছেন প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরিরত আব্দুর রহমান নামের এক ব্যক্তি। নিজের অবচেতন মনেই তিনি মানুষের মিল খুঁজে পান। আসলেই কী তিনি মিল খুঁজে পান, নাকি একই ব্যক্তিকে বারবার দেখেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় না।

এ ঘটনা তাকে মানসিকভাবে অস্থির করে তোলে, ফলে আব্দুর রহমানকে একজন মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। আর এভাবেই আগাতে থাকে ‘আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক’ নামের নাটকটি।

আগামী ১১ নভেম্বর শনিবারে এনটিভিতে ফারদিন ভিশন’স নিবেদিত এই বিশেষ নাটকটি প্রচারিত হবে। নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় আছেন নির্মাতা পৃথুরাজ।

নাটকটির পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনা আছে পার্পলহেজ। অভিনয় করেছেন শম্পা রেজা, তৌকির আহমেদ, সোহানা সাবা, রিফাত চৌধুরী, রফিক উল্যাহ, রহিম সুমন এবং অভিষেক।

প্রিয় বিনোদন/গোরা