কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: প্রিয়.কম

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতবো খেলোয়াড়-ম্যানেজমেন্ট ছাড়া কেউ বিশ্বাস করেনি’

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫০
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫০

(প্রিয়.কম, চট্টগ্রাম থেকে)  এই সিরিজের আগে মাত্র চারবার টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সর্বশেষ সিরিজটি ছিলো ২০০৬ সালে। ১১ বছর পর যখন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা বাংলাদেশে আসলো, তখন টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বিভোর সাকিব-তামিমরা। যদিও অধিনায়ক মুশফিকের মতে, অজিদের বিপক্ষে টেস্টে জিতবে বাংলাদেশ তা ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট ছাড়া আর কেউ বিশ্বাসই করতে পারেনি।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অজিদের ২০ রানে হারিয়ে প্রথমবারের মতো দলটিকে টেস্টে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য মুদ্রার ওপিঠ দেখলো মুশফিকুর রহিমের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ম্যাচের চতুর্থ দিনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত উইকেটে হার মানে তারা। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে  হারের কারণ খুঁজতে গিয়ী নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দায় দিচ্ছেন অধিনায়ক মুশফিক। একই সঙ্গে এটাও যোগ করছেন, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে সেটা কেউ বিশ্বাস করেনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মুশফিক বলেন, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জিতেছি এটা তো অবশ্যই অনেক বড় প্রাপ্তি আমার মনে হয় না, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতবো তা আমরা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট ছাড়া কেউ বিশ্বাস করেছিলো। প্রাপ্তিটা অনেক বড় আমাদের জন্য এটা খুব একটা সহজ ছিল নাদেশের মাটিতে আমরা ৮/৯ মাস পর টেস্ট খেলেছিএটা খুব একটা সহজ নয়অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জিতেছি এটা তো অবশ্যই অনেক বড় প্রাপ্তি

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সামনে সুযোগ ছিলো ছিলো সেটা মানছেন। বললেন, আরও ভালো করার সুযোগ ছিল দ্বিতীয় ম্যাচে, সেটা আমরা হারিয়েছি দ্বিতীয় ইনিংসের কারণেতবে সব মিলিয়ে অনেক ভালো একটা সিরিজ গেছেঅস্ট্রেলিয়ার সঙ্গে একটা সিরিজ ড্র করা অনেক বড় অর্জনএকটু আক্ষেপ আছেআমরা আরেকটু ভালো করলে এই ম্যাচটা হয়তো অন্য রকম হতে পারতোভবিষ্যতে যদি আবার সুযোগ আসে, চেষ্টা করবো এর চেয়ে ভালো করার