কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নীলফামারীতে বন্যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ছবি: প্রিয়.কম

নীলফামারীতে বন্যায় ১৫০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

সুমন মুখার্জী
কন্ট্রিবিউটর, নীলফামারী
প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৭, ১০:২৮
আপডেট: ১৭ আগস্ট ২০১৭, ১০:২৮

(প্রিয়.কম) টানা বর্ষণ ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় নীলফামারীতে ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়সহ ১৫০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অধিদফতর। প্রাথমিক বিদ্যালয় ছাড়া রয়েছে ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই বন্যার্থদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে।

১৬ অাগস্ট বুধবার জেলা প্রাথমিক ও জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা যায়। 

সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন প্রিয়.কম-কে জানান, সদরের ২৭টি সহ জেলার ১৪৩টি প্রাথমিক বিদ্যালয় পুরোপুরি বন্যা কবলিত হয়েছে। এসব বিদ্যালয়ে পাঠদান স্থগিত ঘোষণা করা হয়েছে। বন্ধ হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে ৫৮টি প্রাথমিক বিদ্যালয় বন্যার্থদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক প্রিয়.কম-কে বলেন, ‘বন্যার কারণে স্কুলে পানি ঢুকে পড়ায় ১৫০টি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যে সকল প্রতিষ্ঠান বন্ধ আছে সেগুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

প্রিয় সংবাদ/শিরিন/আশরাফ