কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেইমার ও এডিনসন কাভানি। ছবি: এএফপি

কাভানি নয় জিতলেন নেইমারই!

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৩৫
আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৩৫

(প্রিয়.কম) গেল আগস্টে দলবদলের বাজারে রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) গেছেন নেইমার। পিএসজিতে গিয়ে ব্রাজিলিয়ান এই তারকার শুরুটা হয়েছে অম্লমধুর। মৌসুমের শুরুতেই পেনাল্টি ইস্যুতে লিওর বিপক্ষে সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে মাঠেই তর্কে জড়িয়ে পড়েন নেইমার। 

যদিও অবসান হয়েছে সেই দ্বন্দ্বের। পিএসজি কোচের সিদ্ধান্ত, পালাক্রমে পেনাল্টি নেবেন নেইমার ও কাভানি। তবে পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি জানালেন এখন থেকে পিএসজির পেনাল্টির দায়িত্ব উঠছে নেইমারের কাঁধেই।

শনিবার নান্টেসের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে পিএসজি। এই ম্যাচে নেইমার গোলশূন্য থাকলেও জোড়া গোল করেছেন কাভানি। ম্যাচ শেষে কাভানি জানালেন পরের ম্যাচ থেকে পিএসজির সকল পেনাল্টি নেইমার নেবেন, ‘পেনাল্টি কিক নেইমারই নেবে। এটা কোচ উনাই এমেরির সিদ্ধান্ত। আমরা জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমি এখন অন্য কিছু ভাবছি না।’ 

নেইমার-কাভানির পেনাল্টি ইস্যুতে জল গড়িয়েছে অনেক দূর। ফরাসি দৈনিকে লা’ইকুপের বরাতে জানা যায় লিওর বিপক্ষে সেই ম্যাচের পর ড্রেসিংরুমে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এই দু’জন। সেই গুঞ্জন থেমে গেলেও আবার আলোচনায় নেইমারের নাম। শোনা যাচ্ছে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাবেন নেইমার। যদিও পিএসজি কোচ এমেরি সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, ‘নেইমার কোথাও যাচ্ছে না।’

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ